যেকোনো কাজের ক্ষেত্রে অনেক সময় নানা প্রতিকূলতা ও বিপদের সম্মুখীন হতে হয়। বিনোদন জগতের সেলিব্রিটিদের(Celebrities) ক্ষেত্রেও অনেক সময় নানা বিপদে পড়তে হয়। শুটিং করতে গিয়ে অনেক তারকা গুরুতর আঘাত পান। অনেকে আবার সেই আঘাত সহ্য করেও শুটিং চালিয়ে যেতে বাধ্য হন। আজকের এই প্রতিবেদনে বলিউডের এমন কিছু তারকার কথা জানাবো যারা শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছিলেন। কিন্তু তবুও শুটিং সম্পন্ন করেছেন।
১) হৃত্বিক রোশন(Hrithik Roshan)- ‘কৃষ’ ছবির শুটিং করতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যে মৃত্যুর মুখোমুখি হন অভিনেতা। এটি কেবল তারের মধ্যে তিনি শুটিং করছিলেন। সেই তার ছিড়ে গিয়ে ৫০ ফুট নিচে পড়েন অভিনেতা। সেসময় গুরুতর চোট পেয়েছিলেন তিনি।
২) অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)- ‘কুলি’ ছবির শুটিংয়ে পুনীত ইশারের সঙ্গে মারামারির দৃশ্য করতে গিয়ে গুরুতর আঘাত পান বলিউড শাহেনশাহ।
৩) সালমান খান(Salman Khan) – ‘তেরে নাম’ ছবির শুটিংয়ে সালমান খান এতটাই মগ্ন ছিলেন যে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেননি যে তার পেছনে ট্রেন আসছে। যদিও কলাকুশলীদের সাহায্যে সে যাত্রায় রক্ষা পেয়েছেন বলিউডের ভাইজান।
৪) লারা দত্ত(Lara Dutta)- ‘আন্দাজ’ ছবিতে গানের দৃশ্য শ্যুট করার সময় অক্ষয় কুমার তাকে প্রাণে বাঁচান। সাঁতার না-জেনে ও জলের দৃশ্যের শুটিংয়ের রাজি হয়ে যান কিন্তু পরবর্তীকালে জলে মারাত্মক বিপদের সম্মুখীন হলে অক্ষয় কুমার তাকে সাহায্য করেন।
৫) সইফ আলী খান(Saif Ali Khan)- ‘কেয়া কাহেনা’ ছবির শুটিংয়ে বাইক চালানো অবস্থায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ও কোনরকম প্রাণে বাঁচেন অভিনেতা।
৬) সানি লিওন(Sunny Leone)- ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির একটি রোমান্টিক দৃশ্যে সমুদ্রসৈকতে শুট করার সময় একটি বিশাল ঢেউয়ের আঘাতে জখম হয়েছিলেন সানি লিওনি।