Arijit

দলে না থাকলেও টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি থাকতে বলা হল এই ক্রিকেটারকে

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যে সমস্ত ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হয়েছে আইপিএলে তারা চূড়ান্ত ব্যর্থ। ব্যাট হাতে হতাশ করছেন মরুদেশে। যার ফলে এবার নজর ঘুরেছে শ্রেয়স আইয়ারের দিকে, মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে চলেছেন শ্রেয়স আইআর।

   

বিশেষ করে বিসিসিআইয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিশান। এই তিনজন আইপিএলের দ্বিতীয় পর্বে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন। ব্যাট হাতে এখনো পর্যন্ত একটা ইনিংসেও রান পাননি এই তিন ব্যাটসম্যান।

বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও আইসিসির নিয়ম অনুযায়ী 10 ই অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন করা যাবে। আর সেই সুযোগ কাজে লাগিয়েই শ্রেয়স আইআরকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বিসিসিআই। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে মুখ খোলেননি কোন বিসিসিআই কর্তাই।