Arijit

বুমরাহ-মালিঙ্গার মতোই ভয়ঙ্কর এই ভারতীয় বোলারের কেরিয়ার নষ্ট করে দিচ্ছে বিসিসিআই

ক্রিকেটের অপরিহার্য বিষয় হল বোলার। ব্যাটিংয়ের পাশাপাশি ক্রিকেটের সমান গুরুত্বপূর্ণ বিষয় হল বোলিং। যেকোনো টুনামেন্টে কোন দলের পারফরম্যান্স কতটা ভালো হবে সেটা পুরোপুরি ভাবে নির্ভর করে সেই দলের বোলিং এর উপর।

   

ভারতীয় দলের পেস বোলিং অতীতে খুবই দুর্বল ছিল। কিন্তু ধীরে ধীরে ভারতীয় পেসারদের ব্যাপক উন্নতি ঘটিয়েছে এবং বর্তমানে ভারতীয় দলের পেস বোলিং বিভাগ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেস বোলিং বিভাগ বলে পরিচিত। যার নেপথ্যে রয়েছে যাশস্প্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ সামিদের মত বোলাররা।

তবে এদের বাইরেও ভারতীয় দলে আরও এক ভয়ঙ্কর বোলার রয়েছেন। যিনি বুমরাহ, মালিঙ্গার মতই ইয়র্কার স্পেশালিস্ট। তিনি হলেন নবদীপ সাইনি। এই নবদীপ সাইনি এক নাগাড়ে 140 কিলোমিটারের উপর বোলিং করতে পারেন সেই সঙ্গে ভারতীয় পিচে রিভার্স সুইংয়ে ওস্তাদ সাইনি। তবে এমন একজন বোলারকে ঠিকমতো সুযোগ না দিয়ে তার কেরিয়ার নষ্ট করে দিচ্ছে বিসিসিআই।