Arijit

সাউথ আফ্রিকা সফরে বাদ হার্দিক, পরিবর্তে দলে আসতে পারেন বিধ্বংসী অলরাউন্ডার

দীর্ঘদিন ধরে চোট সমস্যায় ভুগছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে নিজের সেরাটা বেশ কয়েক মাস ধরেই দিতে পারছেন না তিনি। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ফর্মের ধারেকাছেও ছিলেন না হার্দিক। ভারতীয় দলে সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি যার কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে তাকে। তবে শুধু নিউজিল্যান্ড সিরিজ থেকেই নয় সূত্র মারফত জানা যাচ্ছে আসন্ন সাউথ আফ্রিকা সফর থেকেও বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া।

   

নিউজিল্যান্ড সিরিজের পর এই বছরের শেষের দিকে সাউথ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। তবে সেই দলে রাখা হবে না হার্দিক পান্ডিয়াকে। সূত্র মারফত জানা গিয়েছে, হার্দিক এখনো পর্যন্ত পুরোপুরি হবে ফিট নন, তাই হার্দিককে এনসিএ-তে রিপোর্ট জমা দিতে হবে। সেখানে নিয়মিত রিহ্যাব করতে হবে। তারপর ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে সুযোগ ভারতীয় দলে।

হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ চালাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই নিউজিল্যান্ড সিরিজে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষায় মোটামুটি ভাবে পাশ মাক্স পেয়েছেন ভেঙ্কটেশ। তবে আরও অনেক বেশি এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে চায় বিসিসিআই। মনে করা হচ্ছে হার্দিক পান্ডিয়া যদি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা সফর থেকে বাদ পড়েন তাহলে তার পরিবর্তে দলে যোগ দিতে পারেন ভেঙ্কটেশ আইয়ার।