শেরু,ভাইরাল ভিডিও,কুকুর,আনুগত্য,Viral Video,Seru,Dog,Loyalty

Moumita

প্রতিদিন ২ কিমি হেঁটে বাবার অফিসে খাবার নিয়ে যায় কুকুর! প্রশংসার বন্যা নেটপাড়ায়, রইল ভিডিও

কথায় বলে, কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে কি না নিজের চাইতেও তার মনিবকে বেশি ভালবাসে। আজকাল ইন্টারনেটের বদৌলতে ফেসবুক পেজগুলোতে কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়, জানা যায় বিভিন্ন অজানা তথ্য। তাছাড়া যারা কুকুর পালেন, তারা অবশ্যই জানেন কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে যা কান্না ধরে রাখতে পারছেনা নেটনাগরিকরা। 

   

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি জার্মান শেফার্ড তার মুখে একটি টিফিন বক্স নিয়ে রওনা দিয়েছে তার মনিবের অফিসের উদ্দেশ্যে। আর এই দৃশ্যটিই মুঠোফোনে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এক ব্যক্তি। যা দেখে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটপাড়া। জানা গেছে এই কুকুরটি প্রতিদিন ২ কিমি পথ পায়ে হেঁটে অফিসে পৌঁছে যায় যাতে তার মালিক ক্ষুধার্ত না থাকে। জানা গেছে প্রভুভক্ত এই কুকুরটির নাম শেরু‌। প্রতিদিন প্রভুর খাবার নিয়ে যথাসময়ে অফিস পৌঁছে যায় সে, আর রাস্তার মাঝে গাড়ি দেখলেই দাঁড়িয়ে পড়ে‌‌ শেরু। তার এই বুদ্ধিমত্তারও তারিফ করেছে সবাই।

এক ইনস্ট্রাগ্রাম ইউজার এই ঘটনাটি নিজের ক্যামেরায় বন্দি করে জনসমক্ষে প্রকাশ করেন। ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত দশ লক্ষেরও বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন। এহেন মন ভালো করা ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। 

কেউ শেরপুর দীর্ঘায়ু কামনা করে লিখেছেন, “এটি খুব সুন্দর ভিডিও। ঈশ্বর সর্বদা ওকে ভালো রাখুন। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।” তো কেউ একজন বলেছেন, ” প্রতিদিনের জন্য এটা মোটেই ভালো নয়, কারও উচিত তার সাথে যাওয়া।” যদিও এই কমেন্টের পরিপ্রেক্ষিতে পোস্টদাতা তার মতামত ব্যক্ত করে বলেছেন,  “পাহাড়ে কুকুরেরা সারাদিন অবাধে ঘুরে বেড়ায় তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। যদিও এই ক্ষেত্রে, তার সাথে পরিবারের একজন সদস্য রয়েছে।”

ইতিহাসের পাতা ধরে পেছন দিকে তাকালে দেখতে পাওয়া যাবে, সেই আদিম সভ্যতার সূচনালগ্ন থেকে চারপেয়ে এই জন্তুটি সবসময় মানুষের কাছাকাছি থেকেছে। শিকার, পশু পাহারা দেয়া, বাড়ি পাহারা দেয়া থেকে শুরু করে যেকোনো বিপদ-আপদে কুকুর মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কুকুর আর মানুষের বন্ধুত্ব নিয়ে গল্প-কাহিনী আর সিনেমারও নেই কোনো অভাব।