রাজেশ খান্না,টুইঙ্কল খান্না,বিনোদন,বলিউড,Rajesh Khanna,Twinkle Khanna,Entertainment,Bollywood

Moumita

রাজেশ খান্নার সাথে এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? আজ বলিউডের বিখ্যাত অভিনেত্রী তিনি

সোশ্যাল মিডিয়াতে প্রায়শই বলিপাড়ার স্টারদের বাচ্চাবেলার ছবি ভাইরাল হয়ে থাকে। মানুষজন সেই নিয়ে বেশ কৌতূহলীও থাকেন। এই যেমন ধরুন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের সময় ভিকির ছোটবেলার ছবি নেট মাধ্যমে বেশ ঘোরাঘুরি করছিল।

   

এবার ইন্টারনেটের পর্দায় এএসেছে ৮০ এর দশকের সুপারস্টার অভিনেতা রাজেশ খান্নার তরুণ বয়সের ছবি। ছবিতে তাকে দেখা যাচ্ছে এক বাচ্চা মেয়ের সাথে। এই মেয়েটিও যে কেউ নন, তিনি একজন অভিনেত্রী। তার সাথে রাজেশ খান্নার বিশেষ সম্পর্কও রয়েছে। অনেকেই কৌতূহলী এই ছবি নিয়ে। কে সেই মেয়েটি?

রাজেশ খান্নার সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটি আসলে তার মেয়ে টুইঙ্কল খান্না। ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে আদর করে চুকবিন দিচ্ছেন রাজেশ খান্না। বহু পুরনো ছবি হওয়ার কারণে ছবিটি সাদা কালো ফরম্যাটে রয়েছে। খোদ টুইঙ্কল খান্না শেয়ার করেছেন সেই ছবি।

রাজেশ খান্না,টুইঙ্কল খান্না,বিনোদন,বলিউড,Rajesh Khanna,Twinkle Khanna,Entertainment,Bollywood

টুইঙ্কল ছবিটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে লিখেন যে, তিনি তার বাবার কাছে সবচেয়ে সেরা উপহার। কারণ টুইঙ্কলের জন্ম হয় তার বাবার জন্মদিনেই। টুইঙ্কল খান্না, রাজেশ খান্নার বড় মেয়ে। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে বাবার সাথে নিজের ছবি আপলোড করেন তিনি।

রাজেশ খান্না,টুইঙ্কল খান্না,বিনোদন,বলিউড,Rajesh Khanna,Twinkle Khanna,Entertainment,Bollywood

পুরোনো স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করতে সোশ্যাল মিডিয়াতে বাবার সাথে ছবি আপলোড করেন টুইঙ্কল। সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালও হয় সেই ছবিগুলো। ভক্তরা বেশ পছন্দ করেন প্রিয় তারকার পুরনো ছবিগুলো দেখতে।

টুইঙ্কল খান্না খুব বেশিদিন কাজ করেননি বলিউডে। কিন্তু তার কেরিয়ার ছিল সুপারহিট। বারসাত ছবি দিয়ে আত্মপ্রকাশ, এরপর চুটিয়ে অভিনয় করেছেন তিনি। শেষে অক্ষয় কুমারকে বিয়ে করে অভিনয় ছেড়ে দেন।