নিউজশর্ট ডেস্কঃ বৈচিত্রে ভরা এই পৃথিবীতে কতকিছু দেখে অবাক হতে হয়! এর আগে হয়ত এমন অনেক কিছুই শুনেছেন বা দেখেছেন যা আপনাকে অবাক করেছে। তবে কখনও কি ভাবতে পেরেছেন যে, একটা আস্ত হোটেল সোনার হতে পারে। জেনে অবাক হবেন যে, ভিয়েতনামের(Vietnam) রাজধানী হ্যানয়ে এমন এক হোটেল রয়েছে যার সবকিছুই সোনায় মোড়া।
হ্যানয়ের এই অনন্য হোটেলটির নাম ডলস হ্যানয় গোল্ডেন লেক (Dolce Hanoi Golden Lake)। এই হোটেলে (Golden Hotel) ঢুকলেই আপনি দেখবেন, চারিদিকে সোনার ছড়াছড়ি। হোটেলের মেঝে থেকে শুরু করে সিলিং এখানকার সবকিছুই সোনায় মোড়া। ২৫ তলা বিশিষ্ট এই পাঁচ তারা হোটেলটি মোট ৪০০ টি কক্ষ নিয়ে নির্মিত। যার দেওয়ালের মোট ৫৪,০০০ বর্গফুটে সোনার প্রলেপ দেওয়া টাইলস রয়েছে।
কর্মচারীদের ড্রেস কোডও অনন্য : এখানকার কর্মীদের জন্য যে ড্রেস নির্ধারিত হয়েছে তা লাল এবং সোনালি। হোটেল রুমের মধ্যে যে সব আসবাব পত্র রয়েছে সেগুলিও সোনার আস্তরণে ঢাকা। এখানকার বাথরুম, সিঙ্ক, ঝরনা সবই সোনার।
পুলও সোনার তৈরি : হোটেলের ছাদে রয়েছে ইনফিনিটি পুল। যার বাইরেটা সোনা দিয়ে মোড়া। প্রসঙ্গত এই হোটেলের নির্মাতারা মনে করতেন, সোনা মানসিক চাপ দূর করে। সেই কারণেই ২০০৯ সালে এই হোটেলের নির্মাণ করে তারা।
ভাড়া কত : এখানে রুম ভাড়া প্রায় ২০ হাজার টাকা থেকে শুরু হয়। ডবল বেডরুমের স্যুটে এক রাত থাকার ভাড়া ৭৫ হাজার টাকা। এই হোটেলে ৬টি রুম এবং ৬টি স্যুট রয়েছে৷ প্রেসিডেন্সিয়াল স্যুটের দাম প্রতি রাত ৪.৮৫ লক্ষ টাকা।
গেমিং ক্লাবও রয়েছে : হোটেলটিতে একটি গেমিং ক্লাবও রয়েছে যা ২৪ ঘন্টা খোলা থাকে। ক্যাসিনো এবং পোকারের মতো গেমও এখানে খেলা হয়। এখানে আপনি জিতে টাকাও উপার্জন করতে পারেন।