Arijit

IPL এর পর রোহিত-কোহলি সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেবে BCCI

২০২২ আইপিএল-এর পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে সেই সিরিজ। তারপরই ভারতীয় দল উড়ে যাবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে।

   

অপরদিকে লাগাতার একের পর এক সিরিজ খেলেই চলেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ পড়ছে। তার প্রভাব পড়ছে ক্রিকেটারদের পারফরমেন্সে। আর সেই কথা মাথায় রেখে এই সিরিজ গুলিতে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে বিসিসিআই।

জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ব্যাটসম্যান বিরাট কোহলি, কেএল রাহুল, উইকেটরক্ষক ঋষভ পন্ত, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, স্পিনার রবীন্দ্র জাদেজা সহ সমস্ত বড় খেলোয়াড়রা এই তালিকায় রয়েছেন। ইংল্যান্ডে যাওয়ার আগে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। তবে কিছু খেলোয়াড়কে কয়েকটি ম্যাচ খেলতে হতে পারে।