Arijit

বিরাট-রোহিত নন, টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ উইনার হতে চলেছেন এই ক্রিকেটার

আগামী 17 ই অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনার জন্য ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ আয়োজনের সমস্ত দায়িত্বই থাকবে বিসিসিআইয়ের হাতে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। তারপর থেকে প্রত্যেক দেশ নিজেদের দল গোছাতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন ভারতীয় তরুণ ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই তাদের মধ্যে চাপ নেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার তীব্র দাবিদার যে ভারত সেটা আগেই জানিয়ে ছিলেন দীনেশ কার্তিক।

   

এবার ভারতীয় দলের ম্যাচ উইনার প্রসঙ্গে বার্তা রাখলেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দীনেশ এর মতে রোহিত বিরাটের থেকেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে দীনেশ কার্তিক বলেন, ” সম্প্রতি ভারতের জাতীয় দল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন হার্দিক। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হার্দিক। হার্দিক যদি এমন ফর্ম ধরে রাখতে পারে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বড়সর ম্যাচ উইনার হতে চলেছেন হার্দিক।”