this little actress got Best Child Actress Award 2024

সোনা-রুপা অতীত, নেই পর্ণার মেয়ে পুঁটিও! এবছর কে হল বাংলা সিরিয়ালের সেরা শিশুশিল্পী?

দর্শকদের প্রতিদিনের বিনোদন বলতে গেলে বাংলা সিরিয়ালের কথা সবার আগে উঠে আসে। যার মধ্যে নায়ক নায়িকা তো বটেই ধারাবাহিকের ক্ষুদে চরিত্ররাও সকলের কাছেই বেশ প্রিয়। এই যেমন অনুরাগের ছোঁয়াতে সোনা রুপা, কে প্রথম কাছে এসেছিতে মিহি। এমন একাধিক শিশু শিল্পীরা বড়দের মতোই দাপিয়ে অভিনয় করে চলেছে টেলিভিশনে। সম্প্রতি এই শিশু শিল্পীদের জন্য একটি অ্যাওয়ার্ড শো এর আয়োজন করা হয়েছিল। কে হল বাংলার সেরা শিশু শিল্পী? চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় তার মধ্যে নিম ফুলের মধুতে পুঁটিকেই দেখা যাচ্ছে। অনুরাগের ছোঁয়ার গল্প লিভ নেওয়ার ফলে সোনা রুপাকে আর ছোট দেখা যাচ্ছে না। অন্যদিকে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটিও শেষ হয়ে গিয়েছে। তবে এবছর সেরা শিশু শিল্পীর পুরস্কার উঠেছে ছোট্ট মিহীন ওরফে রাধিকা কর্মকারের হাতেই।

কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মিহি চরিত্রে রাধিকার দুর্দান্ত অভিনয় সকলের কাছেই প্রশংসিত হয়েছে। যেমন এক্সপ্রেশন তেমনি কথার ভঙ্গিমা, সবমিলিয়ে তার অভিনয়ে যে কারোরই ভালো লাগতে বাধ্য। তাছাড়া এর আগে টলিস্টার অ্যাওয়ার্ড ২০২৪ এ রাইজিং চাইল্ড এক্টর আওয়ার্ড ও পেয়েছে রাধিকা।

ইতিমধ্যেই শেষ হয়েছে কে প্রথম কাছে এসেছি। ধারাবাহিকের শেষ শুটিং এর দিন মধুবনী অর্থাৎ মোহনা মাইতি কে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল রাধিকাতে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে মেয়েটির অনেকেই জানিয়েছিলেন, তোমাকে খুব মিস করবো। তবে এবার সেই নেটিজেনরাই রাধিকা অ্যাওয়ার্ড পেতে তাকে কংগ্রাচুলেট করেছে। ফেসবুকে অ্যাওয়ার্ড হাতে রাধিকার ছবিতে সাড়ে সাত হাজারেরও বেশি লাইক রয়েছে। সাথে রয়েছে আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা ও মিহি চরিত্রে অভিনয়ের সুখ্যাতি।

আরও পড়ুনঃ নতুনের জেরে কার ঘাড়ে পড়ল কোপ? প্রকাশ্যে ‘দুই শালিক’ শুরুর দিন সহ টাইমস্লট

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় রাধিকা। লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে তার ফেসবুক পেজে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব জায়গাতেই বেশ সক্রিয় ছোট্ট রাধিকা। ঘুরতে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ছবি ও ভিডিও সকলের সাথে শেয়ার করে নেয় নেটপাড়ায়। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X