Pathan

Moumita

বন্ধুত্বের বন্ধন বাড়ালেন বাদশা, প্রতিবন্ধী বন্ধুকে কাঁধে চাপিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এলো আরেক বন্ধু!

‘পাঠান’ (Pathan) জ্বরে কাঁপছে গোটা দেশ। চার বছর পর্দায় ফিরেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রথম দুটো দিন রীতিমত ঝড় তুলেছে ছবিটি। যদিও তৃতীয় দিনে ব্যবসা খানিকটা কমেছে। কমেছে বক্স অফিসে দর্শকদের ভিড়। তবে এতকিছুর মধ্যে নজর কেড়েছে বিহার (Bihar) নিবাসী দুই বন্ধু।

   

প্রসঙ্গত উল্লেখ্য, অনেকদিন পর শাহরুখকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এই দেশে। দীর্ঘ ৫ বছর পর বড় পর্দায় ফিরেছেন কিং খান। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির দিন থেকেই চলথে হইচই। শেষ কবে হিন্দি ছবি নিয়ে এমন উত্তেজনা তৈরি হয়েছিল, তা মনে করা সত্যিই কঠিন।

এমতাবস্থায় নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে বিহারের এই দুই বন্ধু। দু’জনেই শাহরুখের অন্ধ ভক্ত। মুক্তির আগে থেকেই পাঠান দেখার জন্য উদ্‌গ্রীব ছিলেন দু’জনে। তবে একজন কোনোভাবে প্রেক্ষাগৃহে পৌঁছাতে পারলেও অপর জনের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়।

কারণ দুই বন্ধুর একজন হাঁটতে পারেননা। অথচ শাহরুখের সিনেমা দেখলে তা একসাথেই দেখবেন বলে ঠিক করেছেন। অতএব বন্ধুকে কাঁধে তুলে হাঁটা শুরু করলেন অন্য জন। বিহারের ভাগলপুর থেকে বন্ধুকে কাঁধে বয়ে হাঁটাপথে এলেন মালদহ।

সেখানকার এক প্রেক্ষাগৃহে দুজন মিলে দেখলেন ‘পাঠান’। সমবেত স্বরে গলা ফাটালেন শাহরুখের জন্য। আবার ফিরেও গেলেন একইভাবে। দুই বন্ধুকে লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরালও করেছে ছবিটি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। প্রিয় তারকাকে নিয়ে পাগলামো নতুন কিছু নয়, তবে এই ঘটনা যেন সবকিছুর উর্ধ্বে।