Arijit

নীরজ চোপড়ার সোনা জয়ে সরাসরি ভাগ বসাতে পারেন এই ব্যক্তি, কে ইনি?

টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন ভারতের নীরজ চোপড়া। নীরজ চোপড়ার হাত ধরেই এবারের অলিম্পিকে প্রথম সোনা এসেছে ভারতের ঝুলিতে। স্বাভাবিকভাবেই নীরজ চোপড়াকে নিয়ে গর্বিত গোটা দেশ। গোটা দেশ কার্যত উৎসব পালন করছে নীরজের পদক জয়কে কেন্দ্র করে। তবে নীরজ চোপড়ার এই পদক জয়ে এবার ভাগ বসাতে চলেছেন এক ব্যক্তি। তিনি সরাসরি নীরজের এই পদক জয়ে নিজের অধিকারের কথা জানিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন নীরজ চোপড়ার চিকিৎসক দানিস পর্দিওয়ালা। দু’বছর আগে এই দানিশ পর্দিওয়ালা নীরজের পাশে না দাঁড়ালে নীরজ হয়তো আজ অলিম্পিকে পারফরমেন্সই করতে পারতেন না।

   

2019 সালে হঠাৎই ডান হাতের কনুইয়ে গুরুতর চোট পান নীরজ। তার চোট এতটাই গুরুতর ছিল যে ব্যাখ্যায় অনুশীলন করা তো দূরের কথা খেতে পর্যন্ত পারতেন না তিনি। সেই সময় সঠিক চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছিলেন মুম্বাইয়ের এই চিকিৎসক।

এহেন নীরজ সোনার পদক জয়ের পর কিছুটা মজা করেই দানিস পর্দিওয়ালা বলেন, ” নীরাজের পদকে আমিও ভাগ বসাতে পারি। ও দেশে ফিরে এলে সেটা জানিয়ে দেবো।”