Arijit

হাজার পরিকল্পনা করেও একটি ছোট্ট ভুলই বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারতকে, হতাশ ব্যাটিং কোচ

কয়েক বছর আগে থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের পারফরম্যান্স উন্নতি করে চলেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পরিকল্পনা মাফিক একের পর এক তাবড় তাবড় ব্যাটসম্যানদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এত পরিকল্পনার মাঝেও একটা ছোট্ট খামতি থেকে গিয়েছিল টিম ইন্ডিয়ার, যা বিশ্বকাপে বিপদ ডেকে আনলো।

   

ভারতীয় দলে একাধিক তারকা ব্যাটসম্যান থাকলেও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে পারবে এমন ব্যাটসম্যান নেই ভারতের। যা বিপদে ফেললো ভারতকে।

ভারতের প্রথম তিনে রাহুল, রোহিত, কোহলির মত ব্যাটসম্যান থাকলেও বারবার সমস্যায় পড়তে হচ্ছে ফিনিশার নিয়ে। ভারতের টপ অর্ডার ব্যর্থ হলেই আর রান হচ্ছে না। এই সমস্যা এবারের বিশ্বকাপে ভারতকে বারবার বিপদে ফেলল। এটা মেনে নিয়েছেন খোদ ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও।