Sourav Ganguly

Additiya

রণবীর নয়, সৌরভের বায়োপিকে সেঞ্চুরি মারতে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে!

বেশ কয়েকদিন ধরেই বলিউড (Bollywood) পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসছে, সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহারাজ নিজেই জানিয়েছিলেন এ কথা একেবারেই সত্যি। তবে বায়োপিকে তাঁর জায়গায় কাকে দেখা যাবে সে বিষয়ে মুখ খোলেননি বিশ্ববন্দিত এই ক্রিকেটার। তবে শোনা যাচ্ছিল হয়তো রণবীর কাপুরকে (Ranbir Kapoor) দেখা যেতে পারে এই দৃশ্যে।

   

মহারাজের জীবন বৃত্তান্ত জানতে আগ্রহী গোটা দেশবাসী। আর সেই কারণেই আসছে তাঁর বায়োপিক। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই জানাতে চাইছেন না নির্মাতারা। ছবির শুটিং কবে থেকে শুরু হচ্ছে কিংবা কবে বড় পর্দায় মুক্তি পাবে দাদার বায়োপিক সে সম্পর্কেও জানা যাচ্ছে না কিছুই। এমনকি সৌরভের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়েও বিস্তর জলঘোলা চলছে দর্শকমহলে।

সৌরভ গাঙ্গুলী একবার নিজের মুখে জানিয়েছিলেন, নিজের বায়োপিকে রণবীর কাপুরকে দেখতে চান তিনি। আর সেই থেকেই দর্শকরা আশা করছিল হয়তো মহারাজের ইচ্ছেকে সম্মান জানাতে এই অভিনেতাকেই বেছে নেবেন নির্মাতারা। তবে দর্শকদের এই আশায় জল ঢেলে দিয়েছেন খোদ রণবীর। ছবির প্রচারে কলকাতায় এসে অভিনেতা জানিয়েছেন, এখনও এই ছবির বায়োপিক এর কাজের অফার তাঁর কাছে গিয়ে পৌঁছায়নি।

বিনোদন,বলিউড,সৌরভ গাঙ্গুলী,রণবীর কাপুর,আয়ুষ্মান খুরানা,Entertainment,Bollywood,Sourav Ganguly,Ranbir Kapoor,Ayushmann Khurrana

আর এসবের মাঝেই উঠে এল অন্য আর এক অভিনেতার নাম। সূত্রের দাবি, দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। শোনা যাচ্ছে, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন অভিনেতা। তবে কেন হঠাৎ এই অভিনেতাকে বেছে নেওয়া হলো সে সম্পর্কে যদিও বিস্তর কিছুই জানা যাচ্ছে না।

বিনোদন,বলিউড,সৌরভ গাঙ্গুলী,রণবীর কাপুর,আয়ুষ্মান খুরানা,Entertainment,Bollywood,Sourav Ganguly,Ranbir Kapoor,Ayushmann Khurrana

সূত্র মারফত জানা যাচ্ছে, ক্রিকেট ভীষণ পছন্দ করেন বলিউডের এই তারকা। দু হাতেই ব্যাট করতে পারেন তিনি। সৌরভ গাঙ্গুলী বাঁ হাতি ব্যাটম্যান। তাই অনেকেরই ধারণা দুহাতে ব্যাট করার সাবলম্বীতা থাকার কারণেই এই ছবির জন্য বেছে নেওয়া হচ্ছে আয়ুষ্মান খুরানাকে। যদিও এসব এখন পুরোটাই জল্পনা। নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়নি অভিনেতার নাম।