একদিকে জমান টাকা, অন্যদিকে পান লোন, পোস্ট অফিস নিয়ে এসেছে জবরদস্ত স্কিম

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ তার সঞ্চিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার জন্য পোস্ট অফিস এবং ব্যাংকের ওপর নির্ভর করে। এমনকি পোস্ট অফিস হোক কিংবা ব্যাংক সেখানে এমন কিছু স্কিম তারা খোঁজেন যেখানে কম টাকার বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের(Post Office Scheme) এমনই একটি স্কিম হল রেকারিং ডিপোজিট(Recurring Deposit)।

পোস্ট অফিসের এই রিকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ হল পাঁচ বছর। এর ওপর বর্তমান সময়ে ৬.৭ শতাংশ হারে সুর দেওয়া হয়। এমনকি এই স্কিমের একটি বড় সুবিধা হল যে আপনি যদি লোন নিয়ে কোন কাজ করার কথা ভেবে থাকেন তাহলে পোস্ট অফিসের এই স্কিমের অধীনে লোন নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। চলুন তাহলে এই প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

আপনি স্কিম ভাঙার পরিবর্তে এই স্কিমের বিপরীতে ঋণ নিয়ে আপনার আর্থিক চাহিদা পূরণ করতে পারবেন। তবে এক্ষেত্রে পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে একটানা ১২ টা কিস্তি জমা করার পরে আপনি এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে অন্তত এক বছরের জন্য একটানা টাকা জমা করতে হবে। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে জমা করা টাকার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন।

আরও পড়ুন: মাসে মাসে অল্প টাকা ইনভেস্ট করলেই মিলবে প্রচুর টাকা, পোস্ট অফিস নিয়ে এসেছে ধামাকা প্ল্যান

এবার আপনি একক বা প্রত্যেক মাসে সমান কিস্তিতে ঋণের পরিমাণ পরিশোধ করার সুযোগ পাবেন। পোস্ট অফিস এই স্কিমে এই সুবিধা আপনাকে দিচ্ছে। আরেকটি বিষয় মনে রাখতে হবে এক্ষেত্রে ঋণের পরিমাণের ওপর সুদ নেওয়া হবে। ২ শতাংশ সুদ + RD একাউন্টে প্রযোজ্য RD সুদের হার। টাকা তোলার তারিখ থেকে পরিশোধের তারিখ পর্যন্ত সুদ গণনা করতে হবে।

আর এক্ষেত্রে মনে রাখবেন ঋণ নেওয়ার পরে আপনি যদি সময় মত টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার RD  ম্যাচিউরিটি হলে সুদের সঙ্গে ঋণের পরিমাণটা কেটে নেওয়া হবে। এই বিশেষ স্কিমের সুবিধা পাওয়ার জন্য আপনাকে পাসবুকের সঙ্গে আবেদনপত্র পূরণ করে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হবে।

Avatar

Papiya Paul

X