Arijit

জাদেজা নয়, চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়তে চলেছেন এই তারকা পেসার, শিকে ছিঁড়তে পারে অশ্বিনের

লিডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস এবং 76 রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় দলকে। আর এই লজ্জার হারের পরই এবার নড়েচড়ে বসেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টেস্ট ইংরেজ ব্যাটসম্যানদের ওপর কোন প্রভাবই ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের সিনিয়র পেসার ইশান্ত শর্মা। অন্যান্য বোলাররা তৃতীয় টেস্টে উইকেট পেলেও একটাও উইকেট তুলতে পারেননি ইশান্ত। তৃতীয় টেস্টে 22 ওভার বল করে 99 রান দিয়েছেন ইশান্ত, পাননি একটিও উইকেট।

   

অপরদিকে ইশান্তের চোট সমস্যাও রয়েছে। চোটের কারণেই ইংল্যান্ডে টেস্টের প্রথম ম্যাচে ছিলনা ইশান্ত। কিছুটা সুস্থ হওয়ার পর দ্বিতীয় টেস্টে দলে ফিরেছিলেন ইশান্ত। তবে পরপর দু’টি টেস্ট ম্যাচ খেলার পর ঈশান্তের চোট সমস্যা বেড়েছে বলেই জানা গিয়েছে। গোড়ালির চোটের পাশাপাশি সাইড নে-তেও চোট রয়েছে ঈশান্তের। স্বাভাবিকভাবে চতুর্থ টেস্ট ম্যাচে ইশান্ত শর্মার বাদ পড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

চতুর্থ টেস্ট ম্যাচে ইশান্ত শর্মার পরিবর্তে দেখা যেতে পারে ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে। তবে চতুর্থ টেস্ট ম্যাচেও যদি ভারত চারজন পেসার নিয়ে নামে সেক্ষেত্রে ইশান্তের পরিবর্তে দলে ফিরতে পারেন শার্দুল ঠাকুর।