This State Government will give upto Rs 10 Lakh to farmers to build storage facilities

কৃষকদের জন্য বিরাট ঘোষণা, ১০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার! ৩১শে আগস্টের আগেই করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য একাধিক প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে অন্নদাতা কৃষকদের জন্য একগুচ্ছ স্কিম আনা হয়েছে। তাছাড়া লোকসভা ভোটে জেতার পরেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে এককালীন ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে তার জন্য আগামী ৩১ আগস্টের মধ্যেই আবেদন করতে হবে। কোথায় কিভাবে আবেদন করতে হবে? তার বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

কৃষকদের জন্য ১০ লক্ষ টাকার প্রকল্প

কৃষকদের ফসল ফলানো হয়ে গেলে সেগুলিকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হয় গুদাম ঘরের। কিন্তু অনেকেরই হয় গুদাম নেই, নয়তো বানানোর জায়গা থাকলেও তৈরির সামর্থ্য নেই। তবে এবার ১০০-২০০ মেট্রিক টন শস্য সংরক্ষণের জন্য মোটা আর্থিক অনুদান মিলবে সকারের তরফ থেকে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ফসল সংরক্ষণের গোডাউন তৈরীর খরচ

বর্তমান সময়ে দাঁড়িয়ে ১০০ মেট্রিক টন ফসল সংরক্ষণের ক্ষমতা সম্পন্ন গুদাম তৈরী করতে গেলে প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হয়। আর যদি সেটা ২০০ মেট্রিক টন হয় তাহলে খরচ আরও বেড়ে হয়ে দাঁড়ায় ২০ লক্ষ টাকা। এই বিশাল অঙ্কের টাকা অনেকেই জোগাড় করতে পারেন না। তাই এবার সরকার থেকেই সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেমনটা জানা যাচ্ছে ১০০ মেট্টিক টন সংরক্ষণের গুদাম তৈরির জন্য জেনারেল ক্যাটেগরির কৃষকদের ৫.৫ লক্ষ টাকা দেওয়া হয়ে। তবে কৃষক যদি এসসি এসসি বা এসটি উপজাতির হন তাহলে ৭ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। একইভাবে ২০০ মেট্রিক টন সংরক্ষণের ক্ষমতা সম্পন্ন গুদাম তৈরির জন্য জেনারেল ক্যাটেগরির কৃষকদের ৮ লক্ষ ও এসসি ও এসটি কৃষকদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ গাড়ির পেপার না থাকলে সাবধান, পেট্রোল পাম্পে গেলেই খসবে ১০,০০০! নতুন নিয়ম জারি পরিবহন দফতরের

কারা আবেদন করতে পারবেন?

আপাতত বিহারের কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বিহার সরকার রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় এই প্রকল্পের সূচনা করেছে। আগামী ৩১ শে অগাস্ট পর্যন্ত যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে কিছুজনকে। তাদেরকেই গুদাম তৈরির জন্য টাকা দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাঃ

যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তাদের বেশ কিছু শর্ট মানতে হবে। তবেই গিয়ে গোডাউন তৈরির জন্য টাকা পাওয়া যাবে। কি যোগ্যতা লাগবে সেটা নিচে জানানো হলঃ

  • সম্পূর্ণ আবেদন পক্রিয়া অনলাইনে হবে। তাই রাজ্যের কৃষি বিভাগের ডিজিটাল পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে।
  • আবেদনের সময় কৃষককে নিজের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার,LPC সহ সমস্ত তথ্য জমা দিতে হবে।
  • যে জমিতে গুদাম নির্মাণ করা হবে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। এক্ষেত্রে জিপিএস অন রাখতে হবে নাহলে আবেদন বাতিল হয়ে যাবে।
  • আবেদনের পর কৃষি বিভাগের কর্মকর্তারা জমি পরিদর্শন করবেন। তবেই আপনার আবেদন গ্রাহ্য হিসাবে গণ্য হবে।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X