নিউজশর্ট ডেস্কঃ মাত্র কিছুদিন আগেই স্টার জলসায়(Star Jalsa) শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা'(Sandhyatara)। ইতিমধ্যে এই ধারাবাহিকের চরিত্ররা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে সন্ধ্যা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী অন্বেষা মন্ডল(Annwesha Mondol)। সন্ধ্যা এবং তারার দুই বোনের জুটি পছন্দ করেন দর্শকেরা। কিন্তু এবার সেই জুটি নাকি ভেঙ্গে গেল! জানা গিয়েছে, সিরিয়াল ছেড়ে দিয়েছেন এই ধারাবাহিকের নায়িকা।
সিরিয়ালে দেখানো হয়েছে, আকাশনীলের বউ হয়ে নানা রকমের কান্ড ঘটাচ্ছেন সন্ধ্যা, কখনো তিনি রান্না করতে গিয়ে কাঁদছেন কখনো আবার স্মার্ট বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে যাচ্ছে তার। এই মজা-হাসি-ঠাট্টা নিয়েই রমরমিয়ে চলছে ধারাবাহিক। জানা গিয়েছে, এই ধারাবাহিকে তারার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অমৃতা দেবনাথ(Amrita Debnath)। আর তিনি নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন!
হঠাৎ করে কেন সিরিয়াল ছেড়ে দিলেন এই অভিনেত্রী? সন্ধ্যার বিয়ের পরেই দেখানো হয়েছে তারা কলকাতায় চলে গিয়েছে। দিদির জীবনে যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় এই কারণেই সকলকে ছেড়ে কলকাতায় গিয়ে থাকছে সে। তবে বহুদিন ধরে সিরিয়ালে আর তারাকে নিয়ে কোন দৃশ্য দেখানো হচ্ছে না। চরিত্রটিকে এক প্রকার অদৃশ্য করে দিয়েছেন নির্মাতারা। আর এই কারণেই দর্শকেরা মনে করছেন তাহলে কি সিরিয়াল ছেড়ে দিলেন অভিনেত্রী?
এই সিরিয়ালের নামকরণ হয়েছে দুই বোনের নাম নিয়ে। এই সিরিয়ালের সন্ধ্যা এবং তারা দুজনেরই গুরুত্ব অনেকটা বেশি। কিন্তু যেহেতু তারাকে দীর্ঘদিন ধরে দেখানো হচ্ছে না, তাই চিন্তায় পড়েছেন দর্শকেরা। তবে এটাও জানা গিয়েছে, এই মুহূর্তে ধারাবাহিকে যে ট্রাক চলছে সেখানে তারার চরিত্রের সেরকমভাবে কোন প্রয়োজন নেই। সঠিক সময়ে আবার তারার এন্ট্রি হবে।
অর্থাৎ সিরিয়াল ছেড়ে দেননি অভিনেত্রী অমৃতা। যদিও এই খবরের এখনো কোন নিশ্চয়তা দেননি সিরিয়ালের নির্মাতারা বা অভিনেত্রী তারা নিজেই। তবে আগামী দিনে সন্ধ্যাতারা ধারাবাহিককে কি কি টুইস্ট রয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে অনুরাগীদের।