Papiya Paul

এই সপ্তাহেও বাংলা সেরা ‘মিঠাই’, জমে উঠেছে ‘খুকুমণি’ ম্যাজিক, ‘সর্বজয়া’কে টক্কর ‘অপু’-র

বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় চলছে জোর টক্কর। এই সপ্তাহতেও রয়েছে একের পর এক চমক। ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমনি হোম ডেলিভারি’ নিজের জায়গা ধরে রেখেছে। আগের সপ্তাহেও তিন নম্বর স্থানে জায়গা ছিল এই সিরিয়াল। ৯.৩ পেয়ে এ বারও তৃতীয় স্থানে আছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে আছে আরেক ধারাবাহিক।

   

জি বাংলার ‘উমা’, আসলে এখানেও চলছে বিয়ের পর্ব। অভিমন্যু উমা না আলিয়াকে বিয়ে করবে? এই নিয়ে জমে উঠেছে পর্ব। এদিকে গত সপ্তাহের জায়গা ছাড়েনি জি বাংলার ‘যমুনা ঢাকি’ও। ৯.৯ পেয়ে দ্বিতীয় স্থানে সে। জমিয়ে চলছে ধারাবাহিকের গল্প। চতুর্থ স্থানে আছে ‘অপরাজিতা অপু’। এই ধারাবাহিক পেয়েছে ৮.১। যদিও নিজের জায়গা থেকে সরেছে ‘সর্বজয়া’।

আগের সপ্তাহে চতুর্থ স্থানে থাকলেও এই সপ্তাহে পঞ্চম স্থান পেয়েছে সে। সর্বজয়ার প্রাপ্ত নম্বর ৭.৯। মূলত দেবশ্রী রায়ের অভিনয়ই এই সিরিয়ালের মূল ম্যাজিক। এদিকে প্রথম স্থানে এক এবং অদ্বিতীয় ‘মিঠাই’, তাকে টক্কর দেবার মত জায়গাতে এখনও কেউ পৌঁছায়নি। ১১.২ পেয়ে এবারও বাংলার সেরা মিঠাই। এই ধারাবাহিক দুমাসেরও বেশি টানা টিআরপি তালিকার শীর্ষে থেকে রেকর্ড গড়ে ফেলেছে। পিকনিক, পার্টি মজা এই নিয়েই জমিয়ে চলছে ধারাবাহিকের পর্ব।

ষষ্ঠ স্থানে আছে ‘মন ফাগুন’, প্রাপ্ত নম্বর ৭.৮, আর সপ্তম স্থানে জায়গা নিয়েছে ‘খেলাঘর’, নম্বর পেয়েছে ৭.৩, আছে ষ্টার জলসার আয় তবে সহচরি, নম্বর পেয়েছে ৭.২. এছাড়া ‘ধূলোকনা’ ৭.১ পেয়ে ৯ নম্বরে আছে। আর ‘গঙ্গারাম’ ৬.৮ পেয়ে ১০ নম্বরে আছে। এবারে ষ্টার জলসার মোট নম্বর ৬৮৭ নম্বর। আর জি বাংলা পেয়েছে ৫৯০ নম্বর।