Arijit

কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত খেলে আইসিসি ক্রমতালিকায় বড় লাফ দিলেন অশ্বিন-গিল-মায়াঙ্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শুধু বল হাতে বললে ভুল হবে, বলের পাশাপাশি ব্যাট হাতেও রান করেছিলেন তিনি। এক কথায় ব্যাটে- বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে টেস্ট সিরিজে ভারতীয় দলকে সাহায্য করেছেন রবীচন্দ্রন অশ্বিন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলার পুরস্কার পেলেন অশ্বিন।

   

সদ্য প্রকাশিত আইসিসি রাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি ঘটেছে রবিচন্দ্রন অশ্বিনের। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট বোলার ও অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। শুধু অশ্বিন একাই নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের রাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি ঘটেছে।

আইসিসি-র ক্রম তালিকায় উপরের দিকে উঠেছেন ভারত ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 150 রান করার পরে দ্বিতীয় ইনিংসে 62 করেছেন ময়াঙ্ক। তাঁর এই পারফরম্যান্সের জন্য 41 তম স্থান থেকে 30 ধাপ এগিয়ে ময়াঙ্ক উঠে এসেছেন 11 তম স্থানে। এছাড়াও তালিকায় উপরে উঠেছেন ভারতের আরও এক ওপেনার শুভমন গিলও। 45 তম স্থান থেকে 24 ধাপ এগিয়ে 21 নম্বরে উঠে এসেছেন তিনি।