মহাদেব,শ্রাবন মাস,পুজো,Mahadev,Srabon Mash,Puja

Papiya Paul

মহাদেবের কৃপা লাভ করতে শ্রাবণ মাসে মেনে চলুন এই ৭ টোটকা

মহাদেবের মাস বলতে শ্রাবণ মাসকে বোঝায়। এই মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের উপবাস করা যায় তাহলে অনেক ভালো ফল পাওয়া যায় এমনটাই মনে করা হয়। যারা বহুদিন ধরে অসুস্থতায় ভুগছেন তারাও শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে অসুস্থতা থেকেও মুক্তি মিলতে পারে।

   

যাদের পক্ষে প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব হয় না তারা সেক্ষেত্রে প্রথম এবং শেষ সোমবার উপবাস করলে উপকার পাবেন। তবে শুধু উপবাস নয়, মহাদেবকে সন্তুষ্ট করতে বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো উপবাসের দিন পালন করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায়।

কি সেই টোটকা-

১) মহাদেবকে এই বিশেষ দিনে বেল পাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করতে হবে।
২) এছাড়া এই দিন মহাদেবকে যদি বেদানার রস দিয়ে অভিষেক করা যায়, তাহলে বিশেষ ফল পাওয়া যায়।
৩) এছাড়া শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করতে পারলে তা খুব শুভ বলে মনে করা হয়।
৪) এই দিন বাড়িতে কোন অতিথি আসলে যেন কোনভাবেই তাকে অপমানিত না করা হয়।
৫) এই দিন মহাদেবকে পুজো করার সময় কর্পূরের আরতী করুন এবং এর সাথে গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন।
৬) যাদের জন্ম ছকে গ্রহ দশা রয়েছে তারা শ্রাবণ মাসের প্রত্যেক দিন যেকোনো সময়ে ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারলে উপকার পাবেন।

৭) আর এইদিন নিরামিষ খাবার খাওয়া উচিত।