Indian Property

Additiya

কোহিনুর থেকে টিপু সুলতানের আংটি, ভারত থেকে যা যা লুট করে নিজেদের দেশে রেখেছে ইংরেজরা

আজ থেকে প্রায় ৭৫ বছর আগের কথা। ১৯৪৭ সালের ১৫ ই অগাস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তির স্বাদ পেয়েছিল ভারত(India)। লালকেল্লায় উড়েছিল তেরঙ্গা (India Flag)। তবে তার আগে প্রায় ২০০ বছর আমাদের দেশে রাজত্ব করেছে ইংরেজরা (British)। আর এই দীর্ঘ সময় ধরে প্রায় ৪৫ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী লুঠ করেছে তারা। তবে কেবলমাত্র ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই লুঠতরাজ চালিয়ে তাঁরা। সেই তালিকাই আজ তুলে ধরবো এই বিশেষ প্রতিবেদনে।

   

কোহিনুর : কোহিনুর হীরের কথা কম বেশি সকলেই শুনেছেন। মোট ২১.৬ গ্রাম ওজনের এই হিরে পাওয়া গিয়েছিল অন্ধ্রপ্রদেশের কল্লুর খনি থেকে। মুঘল সম্রাটের মুকুটের শোভা বাড়াত এই হিরে। ১৮৪৯ সালে রানী ভিক্টোরিয়াকে এই হীরেটি উপহার দিয়েছিলেন সম্রাট নিজেই। তবে এই হিরে লুঠ করেছিল ব্রিটিশরা। আর সেকারণেই বর্তমানে এটি জায়গা পেয়েছে লন্ডনের জুয়েল হাউসে।

ভারত,ব্রিটিশ,কোহিনুর,India,British,Kohinoor

টিপু সুলতানের আংটি: ১৭৯৯ সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন টিপু সুলতান। এরপরেই ছিনিয়ে নেওয়া হয় তাঁর আংটি এবং তরোয়াল। পরবর্তীতে তরোয়াল ফিরিয়ে দিলেও আংটি ফেরায়নি ব্রিটিশরা। ২০১৪ সালে এই আংটি নিলাম করে দেয় তাঁরা।

ভারত,ব্রিটিশ,কোহিনুর,India,British,Kohinoor

শাহজাহানের সুরাপাত্র : দুধ সাদা রঙের একটি পাত্রে সুরাপান করতেন শাহজাহান। সেই পাত্র চুরি করে নেন ব্রিটিশ সেনাপ্রধান। বর্তমানে লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট জাদুঘরে ভাগাভাগি করে রাখা হয়েছে এই বিশেষ পাত্রটি।

ভারত,ব্রিটিশ,কোহিনুর,India,British,Kohinoor

হেভিয়া ব্রাসিলিয়েনসিসের বীজ: ব্রাজিল থেকে প্রায় ৭০ হাজার রাবার গাছের বীজ চুরি করেছিলেন ব্রিটিশ পর্যটক হেনরি উইকহ্যাম। লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনে রয়েছে এই বীজগুলি।

ভারত,ব্রিটিশ,কোহিনুর,India,British,Kohinoor

বেনিন ব্রোঞ্জ: ১৯৮৭ সালে বেনিনে আধিপত্য বিস্তার করেছিল ব্রিটিশরা। সেই সময় ২০০-র বেশি খোদাই করা বেনিন ব্রোঞ্জ চুরি করেছিলেন তাঁরা। সেগুলি রাখা আছে ব্রিটিশ জাদুঘরে।

ভারত,ব্রিটিশ,কোহিনুর,India,British,Kohinoor

রসেটা স্টোন: রসেটা স্টোন ছিল মিশরের ফারাওদের সম্পত্তি। মিশরীয় ভাষায় এই পাথরের ওপর খোদাই করে লেখা আছে অনেক কিছুই। এই পথটি ১৮০০ সালে চুরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে এই পাথর রয়েছে লন্ডনের ব্রিটিশ জাদুঘরে।