Papiya Paul

১০ বছর পর অভিনয়ে কামব্যাক শতাব্দী রায়ের, বলিউডে কবীর বেদীর সঙ্গে দেখা যাবে তৃণমূল সাংসদকে

রাজনীতিতে পা দিয়ে অনেকেই নিজেদের পুরোনো শিকড় বা কাজকে ছেড়ে এসেছিলেন অনেকেই। যেই তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। তবে এবার আবার সেই পুরানো জগতে ফিরতে চান তিনি। প্রায় এক দশক পরে বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। যদিও বাংলা সিনেমা নয়, হিন্দি সিনেমা দিয়ে তিনি ফের অভিনয় জগতে ফিরছেন। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়ালে’ একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে শতাব্দীকে।

   

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই কাজে ফিরে তিনি আবার নিশ্বাস নিতে চেয়েছিলেন। এমনকি একজন শিল্পী মানুষ হিসেবে শুটিং ফ্লোরে ফিরে এসে নিজেকে ফিনিক্স পাখির মতো মনে করছেন অভিনেত্রী। তিনি যে কোনো কাজ করলেও  শিল্পের কাছে চিরঋণী, একথাও উল্লেখ করেন। এই সিনেমায় ৩৫ বছর পুরনো একটি মামলা পুনরায় শুরু করেন তিনি এবং সেই নিয়ে গল্পের মোড়।

এই ছবিতে শতাব্দী ছাড়াও দেখা যাবে কবীর বেদী, অমিত বহেল, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুশেনের মতো অভিনেতাদের। অভিনেত্রী বাংলা সিনেমার কোন পরিচালকদের সাথে কাজ করতে চান, সেই নিয়েও সাক্ষাৎকারে জানিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো পরিচালকের সঙ্গে তিনি কাজ করতে চান বলে জানিয়েছেন। আবার বলিউডে রাজকুমার হিরানী ও কবীর খান এদের কাজের প্রশংসাও করেছেন।

এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে এখন যেমন সিনেমা হচ্ছে সেই নিয়েও তিনি প্রশংসা করেছেন। ওটিটিতে যে ধরনের সিনেমা, সিরিজ তৈরি হচ্ছে তা বর্তমান সময়ের এক নতুন দিগন্ত খুলছে বলে তিনি মনে করছেন। এতদিন পর আবার আগের মত দর্শকদের কাছে নিজেকে কিভাবে তুলে ধরবেন অভিনেত্রী, সেটা সময় বলবে।