Indian Railway

Moumita

ট্রেনের বাথরুমে ধূমপানের নিয়ম আছে! সমস্যায় পড়ার আগে সবটা জেনে নিন

সারা বিশ্বজুড়ে ভারতীয় ট্রেনের খ্যাতি এতটাই বিখ্যাত যে বিদেশ থেকে আগত লোকজনও এ দেশে বেড়াতে এসে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। রোজ কোটি কোটি মানুষ বাইরে বেরোন এই ট্রেনের ভরসায়। আর ঠিক এই কারণেই ভারতীয় রেলকে এ দেশের লাইফ লাইনও বলা হয়। তবে এর কিছু কড়া নিয়মও রয়েছে।

   

এমনিতে কম খরচ এবং স্বাচ্ছন্দে ট্রেনে যাতায়াত করার সুযোগ মিললেও অনেক নিয়ম রয়েছে যেগুলি যাত্রীদের মেনে চলা বাধ্যতামূলক। যার মধ্যে একটি হল, ধূমপান করা নিয়ে বিধি নিষেধ। অনেকেই হয়ত ট্রেনে উঠে গেটের সামনে বা টয়লেটে ধূমপান করেন। তবে জানেন কি এটা নিয়ে রয়েছে কড়া নিয়ম।

এমনিতে তো ট্রেনের (Indian Railway) মধ্যে ধূমপান করা নিষিদ্ধ। যদিও কেবল ট্রেন নয়, প্রকাশ্যে ধূমপান করা যে কোনো জায়গাতেই নিষিদ্ধ। আর ট্রেনে ধূমপান (Smoking) করলে রেলের আইন অনুযায়ী ১৬৭ ধারায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (Fine) দিতে হবে। তাহলে টয়লেটে?

নাহ্, ধূমপায়ীদের জন্য কোনো সুখবর নেই। কারণ গোটা ট্রেনের মত টয়লেটেও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এক্ষেত্রেও রয়েছে মোটা জরিমানা। রেলওয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতি অনুযায়ী সংশ্লিষ্ট ধূমপায়ীর বিরুদ্ধে ১৬৭ ধারা প্রয়োগ করা হয়।

ভারতীয় রেল,ভারত,ট্রেন,ধূমপান,জরিমানা,ধূমপায়ী,Indian Railway,India,Train,Smoking,Fine,Smokers

পাশাপাশি ট্রেনে যাতে আগুন না লাগে তার জন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুন এবং ধোঁয়া শনাক্তকরণের জন্যেও বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল। জানিয়ে রাখি, কোনো যাত্রী যদি ট্রেনে ধূমপান করেন সেক্ষেত্রে COTPA আইন অনুযায়ী তাকে ২০০ টাকা জরিমানা দিতে হবে।