টলিউড,বিনোদন,গসিপ,সিরিয়াল,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন প্রোমো,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,New Promo

সোনাকে বাঁচাতে গিয়ে স্কুলের দরজা বন্ধ হয়ে গেল রূপার জন্য! এবার কী করবে দীপা? রইল ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্ব

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার ভুল বোঝাবুঝি নিয়ে চরম উত্তেজনা শুরু হয়েছে ধারাবাহিকে। তাছাড়া দুই মেয়ে সোনা-রূপার দুষ্টুমি তো আছেই। ফলস্বরূপ পরপর দু সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিক।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, সোনা হঠাৎ করেই রূপার স্কুলে ঢুকে যায়। এবং সেখানে বাকি ছেলেমেয়েদের সাথে খেলতে চায়। তারা সোনার আধো আধো কথা শুনে তার মজা ওড়াতে শুরু করে। সেখানে সোনা জানায়, তার স্পিচ থেরাপি চলছে, ট্রিটমেন্ট করে তার কথা ঠিক হয়ে যাবে।

আর এই কথা শুনে আরো জোরে হেসে ওঠে তারা। আর ঠিক তখনই সেখানে হাজির হয় রূপা। নিজের অজান্তেই বোনের ঢাল হয়ে দাঁড়ায় সে। রীতিমত মারামারি করে বসে স্কুলের বাকি ছেলেমেয়েদের সাথে। আর ভাগ্যচক্রে সেই ছেলেটি হচ্ছে স্কুলের প্রিন্সিপালের ছেলে।

টলিউড,বিনোদন,গসিপ,সিরিয়াল,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন প্রোমো,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,New Promo

আর এই ঘটনার পরেই স্কুল কর্তৃপক্ষ দীপাকে ডেকে পাঠায়। প্রিন্সিপাল জানায় রূপার মত মেয়েকে স্কুলে রাখলে স্কুলের পরিবেশ নষ্ট হবে। যদিও দীপা এতে নিজের মেয়েকেই সাপোর্ট করে। সে জানায়, তার মেয়ে কখনও অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। তাই তার মেয়ের জন্য সে গর্বিত।

তবে সে এটাও জানায় যে, স্কুল থেকে যেন ওকে না তাড়ানো হয়। কারণ ও কোনো অন্যায় করেনি। আর এরপরেই দীপার কথায় মন বদলে যায় প্রিন্সিপালের‌। উলটে তিনি নিজের ছেলেকেই রূপার কাছে সরি চাইতে বলে। এছাড়া তিনি এটাও জানান, রূপা তার ক্লাসে ফার্স্ট হয়েছে। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।

Avatar

Moumita

X