আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ:-
সানরাইজার্স হায়দ্রাবাদ:-
প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, গ্লেন ফিলিপস, নিকোলাস পুরান (ডব্লিউকে), ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড/শন অ্যাবট, ভুবনেশ্বর কুমার (সি), টি নটরাজন, ওমরান মালিক।
পাঞ্জাব কিংস:-
জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (সি), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (ডব্লিউকে), বেনি হাওয়েল, শাহরুখ খান/ হারপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান/ ইশান পোরেল, রাহুল চাহার, কাগিসো রাবাদা, আরশদীপ সিং।