টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,আসন্ন ট্র্যাক,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,Upcoming Track

Moumita

স্ত্রী-কে নিয়ে ফিরে এল কবির, ‘অনুরাগের ছোঁয়া’য় জমজমাট টুইস্ট, রইল ভিডিও

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালের দুই মূখ্য চরিত্র দীপা-সূর্যর জুটিকে দারুন পছন্দ করে মানুষজন। তাছাড়া তাদের দুই মেয়ে সোনা-রূপার দুষ্টুমি তো আছেই। যার ফলে পরপর দু সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিক।

   

গল্প যত আগাচ্ছে তত বাড়ছে উত্তেজনা। এই মুহূর্তে একটা টানটান পরিস্থিতি তৈরি হয়েছে সিরিয়ালে। বারংবার সূর্য-দীপা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। এদিকে সোনা-রূপার আসল পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে দীপা এবং সূর্যর মনে।

এইমুহুর্তে যারা ‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, সম্প্রতি লাবণ্য একটি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন আয়োজন করেছিল। সেখানে ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছে দীপা। ওদিকে মিশকা বাকি প্রতিযোগীদের ভুল বুঝিয়ে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে।

সবাই দীপা আর লাবণ্যকে অপমান করতে উদ্যত হলে সূর্য সেই পরিস্থিতি সামাল দেয় বটে তবে দীপা সেখান থেকে প্রাইজ মানি না নিয়েই চলে যায়। এই পর্যন্ত দেখে অনেকেই হয়তো আবারও হতাশ হয়েছে। তবে বলে রাখি খুব শীঘ্রই আসছে জমজমাট টুইস্ট।

আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন, কবির ফিরে এসেছে। এবং একটি নিউজ চ্যানেলের সামনে সাক্ষাৎকার দিচ্ছে সে। আর সেই সাক্ষাৎকার দেখছে গোটা সেনগুপ্ত পরিবার। এমতাবস্থায় চ্যানেলের সঞ্চালিকা কবিরকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে সে জানায়, ‘আজকে আমি যা হয়েছি তা আমার স্ত্রীর কারণে’।

এদিকে দীপার বাড়িতে হাজির দীপার সাথে দেখা করতে এসেছে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা। খুব সম্ভবত তারা কবির এবং তার স্ত্রী। রূপা জিজ্ঞেস করে, ‘তোমরা কি রূপার মা-কে চেনো?’ এখান থেকে একটা কথা স্পষ্ট যে ভালোরকম টুইস্ট আসতে নিয়ে আসতে চলেছে কবির এবং তার স্ত্রী। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।