Dev

Papiya Paul

বাসন মেজে, ক্যাটারিং-র কাজ করে চলেছে সংসার, অনেক পরিশ্রমের পর আজ বাংলার অন্যতম সুপারস্টার ‘দেব’

বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেতাদের তালিকা তৈরি করলে সবার আগে যে নামগুলি আসবে তার মধ্যে দেব (Dev) অন্যতম। দীপক অধিকারী (Deepak Adhikari) থেকে দেব হয়ে ওঠার সফরটা সত্যিই ইন্টারেস্টিং। এদিকে রাজ্য রাজনীতিতেও তার ভালই প্রভাব রয়েছে। সাথে শুরু করেছেন প্রযোজনাও। একসাথে অনেকগুলো পরিচয় বহন করেন তিনি।

   

যাইহোক, টলিপাড়ার বাকি তারকাদের চেয়ে দেবের ব্যাকগ্রাউন্ড বেশ অনেকটাই আলাদা। কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও টলিপাড়ায় দারুন পরিচিতি তৈরি করেছেন তিনি। ঘাটালে আসল বাড়ি হলেও, ছোটবেলা কেটেছে মুম্বাইতেই। মধ্যবিত্ত পরিবারের এই ছেলের যাত্রা মানুষকে অবাকই করেছে।

বিশেষ করে, ইন্ডাস্ট্রিতে কোনো গড ফাদার না থাকা সত্বেও যেভাবে তিনি নিজেকে বড় করে তুলেছেন তা সত্যিই মানুষকে অবাক করে। একথা হয়ত অনেকেই জানেন না যে, দেবের বাবা মুম্বাইতে ক্যাটারিং-র ব্যবসা চালাতেন। মুম্বইয়ের স্টুডিও পাড়ায় খাবার দেওয়ার কাজ করতেন তিনি, আর দেব তাকে এই বিষয়ে সাহায্য করতেন।

কলেজে পড়াকালীন অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে দেখতে দেখতে দেবের মনেও তারকা হওয়ার স্বপ্ন উঁকি দিয়েছিল। কিন্তু সময় সুযোগ হয়নি তার। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের এইসব স্বপ্ন দেখাও পাপ মনে করা হয় আমাদের সমাজে। তবে সত্যিই কি তাই?

অনুরাগ বসু পরিচালিত এক শোতে এসে দেব বলেন,‌ ‘আমি অনেক থালা বাসন ধুয়েছি। আমি অনুরাগদাকে অনেক আগে থেকেই চিনি। শুটিংয়ে দেখতাম। অনেকবার ছবি নিয়ে গিয়েছি। এমনো হয়েছে যে অনুরাগদার খাওয়া থালা আমি ধুয়েছি। সেখান থেকে আজ আমি তোমার সামনে বসে আছি, এটা আমার কাছে স্বপ্নের মতো’।

দেবের কথা শুনে অনেকেই আপ্লুত হলেও অভিনেতা জানান, তিনি মোটেই ব্যতিক্রমী কিছু নন কারণ প্রত্যেক সন্তানেরই উচিত বাবা মায়ের পাশে দাঁড়ানো। এবং প্রতিটা ছেলেমেয়েই তা করে থাকে। তিনিও সেটাই করেছেন কেবল। পাশাপাশি তিনি আরো বলেন, হিরো না হলে হয়তো ওই কাজটাই চালিয়ে যেতেন তিনি।