বিনোদন,টলিউড,টলিউড অভিনেত্রী,ইন্দ্রানী হালদার,ভারতীয় ডাক বিভাগ Government of India Postal Department,Entertainment,Tollywood,Tollywood Actress,Indrani Halder

Papiya Paul

নববর্ষের আগেই বিশেষ সম্মান পেলেন ‘শ্রীময়ী’, প্রকাশিত ইন্দ্রাণী হালদারের নামাঙ্কিত ডাকটিকিট

টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress)  ইন্দ্রানী হালদারের (Indrani Halder)জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশেষ করে শ্রীময়ী ধারাবাহিকে অভিনয় এর পর তার জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে। আর এই শ্রীময়ী ধারাবাহিক এত ভালো সাফল্য পাওয়ার ফলে হিন্দিতেও তৈরি করেছে এই ধারাবাহিকের রিমেক অনুপমা। যদিও এখন কিছু সময়ের জন্য ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী।

   

ছোট পর্দার পরিবর্তে বড় পর্দায় কাজ করছেন তিনি। তবে এবার বাংলা নববর্ষ শুরুর আগেই বিরাট চমক দিয়েছেন ইন্দ্রানী হালদার। কি সেই চমক? এবার ইন্দ্রানী হালদারের নামে তৈরি হয়েছে ডাকটিকিট। নববর্ষের আগে বুধবার ভারতীয় ডাক বিভাগে সেরা ৭ জন বাঙালি ব্যক্তিত্বকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে তাদের নামে ডাকটিকিট প্রকাশ করে।

‘সপ্তপর্ণী’ নামের এই অনুষ্ঠানে যারা যারা সম্মানিত হয়েছেন তারা হলেন রূদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprashad Sengupta), পি.সি.সরকার (P.C.Sarkar), শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chatterjee), ইন্দ্রাণী হালদার (Indrani Halder), সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee), পন্ডিত তন্ময় বসু (Tanmay Basu) ও সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)।

এদিন বিকালে জিপিওতে আমন্ত্রিত তারকাদের সকলের উপস্থিতিতে তাদের নামাঙ্কিত ডাকটিকিটের উদ্বোধন করা হয়। বাংলা চলচ্চিত্রে ও টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন অসামান্য অবদানের জন্য ইন্দ্রানী হালদারকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই অনুষ্ঠানের বিশেষ কিছু ঝলককের ছবি শেয়ার করেছেন এবং ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, দূরদর্শনে জোছন দস্তিদার নির্মিত ‘তেরো পার্বণ’ এর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন ইন্দ্রানী হালদার। তারপর দীর্ঘ দিন বড় পর্দায় কাজ করার পর ছোটপর্দায় পা রাখেন অভিনেত্রী।