Koel Mallick

এই প্রথম খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে কোয়েল মল্লিক! অভিনেত্রীর নতুন লুক নিমেষেই ভাইরাল

দীর্ঘ দেড় বছর যাবত বড় পর্দা থেকে দূরে রয়েছেন টলি (Tollywood) ডিভা কোয়েল মল্লিক (Koel Mallick)। বাঙালির এত পছন্দের নায়িকা হওয়া সত্ত্বেও এখন আর সেভাবে পর্দায় আসেননা। তবে মাঝে মাঝে ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কখনও বা রিয়েলিটি শো-র মঞ্চে তাকে দেখা যায় বিশেষ অতিথি হিসেবে।

তবে সম্প্রতি বেশ খোলামেলা পোশাকে ফ্রেমবন্দি হলেন নায়িকা। শীত বিদায় নিতেই নিজেকে মেলে ধরলেন সম্পূর্ণ নতুন অবতারে। ঠিক যেন প্রজাপতি। অভিনেত্রী নিজেই এই ছবিগুলি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সত্যি বলতে কোয়েলের এই ছবিগুলি দেখলে আপনিও চোখ সরাতে পারবেননা।

কোয়েলের শেয়ার করা এই ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি ব্রাউন রঙের লেদারের শর্ট ড্রেস পরে রয়েছেন। অফ শোল্ডার এই ড্রেসের উপরিভাগে রয়েছে গোলাপের ডিজাইন। সাথে পরিপাটি করে চুলও বেঁধেছেন তিনি। কানে পরেছেন সোনালী রঙের কানের দুল।

নায়িকা তার এই লুকটি কম্প্লিট করেছেন নুড মেকাপ এবং স্মোকি আই দিয়ে। পাশাপাশি ঠোঁট রাঙিয়েছেন ব্রাউন শেডের লিপস্টিকে। ক্যাপশনে একটি চকোলেট রঙের হার্ট ইমোজি, একটি সোনালি ফিতে দিয়ে বাঁধা গোলাপি রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন তিনি। হ্যাশট‍্যাগে অবশ্যই রয়েছে কোয়েল কথা।

https://www.instagram.com/p/CojcTxcy4ir/?utm_source=ig_web_copy_link 

কোয়েলের এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘স্টানিং’। সাথে একটি লাল রঙের হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। পাশাপাশি কোয়েলের এই লুকের প্রশংসা করেছেন ঐন্দ্রিলা সেনও। প্রত্যুত্তরে কোয়েলও তাকে ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি অনুরাগীরাও তাদের ভালোবাসা জানিয়েছেন এই পোস্টের কমেন্ট বক্সে।

Avatar

Moumita

X