Tollywood Actress Ritabhari Chakraborty opens up about her experience in starting days at Tollywood Industry

‘প্রথম মেগার পরেই আসে কুপ্রস্তাব…’, কেরিয়ারের শুরুতেই টলিপাড়ায় হেনস্তা হওয়া নিয়ে সরব ঋতাভরী

পার্থ মান্নাঃ আরজি কর কাণ্ডের জেরে উত্তাল বাংলা সহ গোটা দেশ। এমতাবস্থায় টলিপাড়া থেকেও যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রীরা। সম্প্রতি ঋতাভরী চক্রবর্তী নিজের সাথে হওয়া ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। বাংলা অভিনয় জগতের তিক্ত কাজের অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন তিনি। আসলে কিছুদিন আগেই হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রির ভিতরের যৌন হেনস্থার ঘটনা একে একে প্রকাশ্যে আসছে, টলিপাড়াতেও তার ব্যতিক্রম হল না।

টলিউডেও গঠিত হল স্পেশাল কমিটি

মালায়ালম ইন্ডাস্ট্রির নোংরা সত্যি প্রকাশ্যে আসার পর টলিপাড়াতেও একটি কমিটি তৈরী হয়েছে, যেটা ইন্ডাস্ট্রির অন্দরে চলতে থাকা যৌন হেনস্থার তদন্ত করবে। কমিটিতে রাজনৈতিক বা সরকারি বা ইন্ডাস্ট্রিরি প্রভাবশালী কোনো ব্যক্তিত্বদেরই রাখা হয়নি। অভিনেত্রী ঋতাভরী সেই কমিটির একজন সদস্য। সদয় মুখ্যমন্ত্রীর সাথেও বৈঠকে বসা হয়েছিল এই বিষয়ে। সেখানে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতা জানিয়ে দুজনের নাম জানান তিনি। তবে এই মুহূর্তে কারোর বিরুদ্ধে বদনাম বা অভিযোগ করেননি তিনি।

টলিউড হল ‘সুগার কোটেড ব্রথেল’

এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টে টলিউড ইন্ডাস্ট্রিকে ‘সুগার কোটেড ব্রথেল’ বলেও কটাক্ষ করেছেন, যেটা রীতিমত হইচই ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হল নিজের অভিজ্ঞতা নিয়ে কি জানালেন ঋতাভরী? তাঁর মতে, ‘ প্রথম মেগা ‘ওগো বধূ সুন্দরী’এর দৌড়তে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অথচ এরপরেই কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় আসে। সে সময় হয়তো প্রতিষ্ঠিত অভিনেত্রী হনন তবে দর্শকদের পছন্দের হয়ে উঠতে পেরেছিলেন ও বেশ পরিচিতও হয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। আর পরিচিতদের থেকেই নাকি বিপদ সবচেয়ে এবিসি বলে মনে করেন তিনি’।

আরও পড়ুনঃ পুজোর আগেই বিয়ের সাজে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা, কিসের এত হতাশা চোখে? নিজেই জানালেন অভিনেত্রী

ঠিক কি হয়েছিল ঋতাভরীর সাথে?

পরিচিত কোনো মানুষের থেকেই কি তবে কুপ্রস্তাব পেয়েছিলেন ঋতাভরী? না, তেমনটা হয়নি। ইন্ডাস্ট্রির এক বড় অভিনেতাই নাকি আরেকজনের মাধ্যমে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পাঠিয়েছিলেন। যদিও সেই প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনা পরবর্তীতে এক সিনিয়ার সাংবাদিককে ক্ষোভ প্রকাশ করে সেই কথা জানালে তিনি বলেন ‘এতবড় সুযোগ হাতছাড়া করলে!’ ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এইটুকু তো মেনে নিতেই হবে। একটা শিক্ষক মানুষের থেকে এমন উত্তর আশা করিনি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X