Sandipta Sen

প্রেম জমে ক্ষীর, প্রেমিকের চোখ দেখেই সব বুঝে যান সন্দীপ্তা, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী

টলিউড (Tollywood) স্টার সন্দীপ্তা সেন (Sandipta Sen) এইমুহুর্তে চুটিয়ে কাজ করছেন সিনেপাড়ায়। ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি এবং বড়পর্দা সবজায়গাতেই দাপটের সঙ্গে রাজত্ব করছেন তিনি। পাশাপাশি বেশ ভালো অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়াতেও। দেশে বিদেশে যখন যেখানেই থাকেন, সেখান থেকেই ছবি পোস্ট করেন ভক্তদের জন্য।

সাথেসাথে এটাও জানিয়ে দিয়েছেন যে, তিনি এখন আর একা নন। ছবি শেয়ার করে সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে অনেকেই হয়ত জানেননা যে, একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সন্দীপ্তা একজন মনোবিদ-ও বটেন। আর সেই সুবাদেই নিজেকে ভালো রাখতে তিনি জানেন। এবং নিজেকে ভালো রাখার কোনো কসরতই বাকি রাখেননা।

হয়ত এই কারণেই এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়ান। অনেকে বলেন, পায়ের তলায় সরষে রয়েছে তার। এই যেমন কয়েকমাস আগেই ইউরোপ থেকে ঘুরে এলেন তিনি। তবে একা নন, এবার তার সঙ্গে ছিলেন কাছের মানুষ সৌম্য। আর এই কথা নিজে মুখেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছিলেন।

নিকট অতীতের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এবারের ইউরোপ ভ্রমণে আর একা-একা যাইনি আমি। আমার সঙ্গে সৌম্য গিয়েছিল। জার্মানির মিউনিখে আমার দিদি আর জামাইবাবু থাকেন। ওদের সঙ্গে থেকেছি, কয়েকদিন সময় কাটিয়েছি। গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে। অস্ট্রিয়াতে স্যালসবার্গ, হলস্ট্যাট, ইন্সব্রুকের মতো বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। সৌম্য আগেই ফিরে এসেছে কলকাতায়। আমি কিছুদিন কাটিয়েছি সেখানে। ”

টলিউড,বিনোদন,গসিপ,সন্দীপ্তা সেন,সৌম্য,প্রেম,Tollywood,Entertainment,Gossip,Sandipta Sen,Soumya,Love Affair

নায়িকার কথা থেকেই স্পষ্ট যে, একেবারে চুটিয়ে প্রেম করছেন তিনি। প্রেম তো করছেন বটে, তবে প্রেমিকা হিসেবে সন্দীপ্তা কেমন? এই প্রশ্নের উত্তরে নায়িকা জানান, ‘আমি একজন খুব বাস্তববাদী মানুষ। আবেগে গা ভাসিয়ে দেওয়াতে বিশ্বাসী নই। তবে হ্যাঁ, একটা বিষয় ঠিক, আমি ওর সমস্তটাই খুব সহজে বুঝতে পেরে যাই। মুখে কিছু বলতে হয় না, চোখ দেখলেই ধরে ফেলি, মনোবিদ হওয়ার এটাই বড় সুবিধে।’

Avatar

Moumita

X