actress shreema bhattacharya shares her bridal look in social media

Papiya Paul

চুপি চুপি বিয়ে করে নিলেন স্টার জলসার সুন্দরী এই নায়িকা! ছবি দেখে অবাক ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল(Bengali Mega Serial) জগতে স্টার জলসার(Star Jalsa) ‘গাঁটছড়া'(Gatchora)সিরিয়ালের জনপ্রিয়তা প্রথম থেকেই অনেকটা বেশি। এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এখানে দ্যুতি চরিত্রে অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য(Shreema Bhattachrya)। তার অভিনয় দক্ষতা যেমন তুখোড়, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চাতে থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী।

   

সেলিব্রিটিদের জীবন জানার জন্য সবসময় কৌতুহল থাকে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি তাকে ‘কে আপন কে পর’ সিরিয়ালের ইন্দ্রনীল চ্যাটার্জির সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা চলছে। যদিও দুজনে তাদের সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি। তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট ঘাটলেই দেখা যাবে দুজনের একসঙ্গে অনেক ছবি ও ভিডিও রয়েছে। যতদিন এগোচ্ছে ততই সম্পর্কের গভীরতা বাড়ছে আর তার প্রমাণ মিলেছে এই পোস্টগুলি থেকে।

অনেকের মনে প্রশ্ন জাগছে শ্রীমা এবং ইন্দ্রনীল চুপি চুপি বিয়ে করে নিয়েছেন? আসলে সম্প্রতি দ্যুতি সোশ্যাল মিডিয়াতে কনের সাজে ছবি পোস্ট করেছেন। যেখানে থাকে বেনারসি, গয়না, কলকায় সেজে নতুন বৌয়ের মতো দেখা যাচ্ছে। আর এই ছবি দেখেই সকলে মনে করছেন অভিনেত্রী হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন।

তবে এ কথাটি সত্য নয়, বিয়ের কনের সাজে সাজলেও এটি আসলে তার একটি প্রজেক্ট এর ছবি। সেই জন্যে এরকম সাজ অভিনেত্রীর। প্রসঙ্গত, সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরাও।