দেখতে দেখতে বিয়ের তিনটে বছর পার করে ফেললো নীল-তৃণা (Neel Bhattacharya-Trina Saha)। তবে তাদের মধ্যেকার প্রেম এখনও প্রথম দিনের মতোই। এই জুটির ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। এমনকি আজকের জেনারেশনের কাছে নীল তৃণার জুটি হল অনুপ্রেরণা। তবে জেনে অবাক হবেন যে, তিন বছরে তিনবারই জামাইষষ্ঠীর (Jamaisashthi) দিন স্ত্রী উধাও।
হ্যাঁ, জানা গেছে প্রতিবারের মত এবারও তৃণা অনুপস্থিত। তিনি নাকি সিঙ্গাপুর চলে যাচ্ছেন ষষ্ঠীর দিনেই। তাও আবার নীল-হীন সফর। তবে কি জামাইষষ্ঠী এবার বাদ পড়ে গেল? তা আবার হয় নাকি? টলিপাড়ার এই পাওয়ার কাপল তাদের জামাইষষ্ঠী পালন করলেন নিজেদের মত করে। একদিন আগেই হয়ে গেল উদযাপন।
যদিও বিষয়টাকে জামাইষষ্ঠী কম, প্রি-জামাইষষ্ঠী বলাই বেশি ভালো। কারণ একদিন আগেই নীলকে নিয়ে মহা আয়োজন তৃণার বাড়িতে। আসলে আজ যেহেতু তৃণা বিদেশে পাড়ি দিচ্ছেন সেই কারণেই বুধবার রাতেই মহা সমারোহে পালন হল জামাইষষ্ঠী। গতকাল রাতে তৃণার মা নিজে হাতে এলাহী ব্যবস্থা করেছিলেন।
এইদিন জামাই আদরে ত্রুটি ছিল না কোথাও। মেনুতে ছিল,বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, ম্যাংগো ডেজার্ট, মিষ্টি দই, চিজ কেক। জানা গেছে, রাতে শুট শেষ করে শ্বশুরবাড়ি পৌঁছেছিলেন তিনি। এই বিষয়ে তৃণাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘বাপের বাড়িতে মা এবং বড়মাসি সব রান্না করেছেন। রান্নাঘরে আমাকে ঢুকতেই দিচ্ছে না কেউ।’’
একদিন আগে হলেও সমস্ত নিয়মকানুন মেনেই ঘটা করে পালন হল জামাইষষ্ঠী। নীলকে আদর করে খাইয়ে দিলেন তৃণার মা। নীল-ও শুট শেষে নতুন পাঞ্জাবী পরে ফোটোশ্যুট করলেন। সেই ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও এইদিন তৃণার বাড়িতে উপস্থিত ছিলেন, নায়িকার তুতো বোন এবং জামাইবাবুরা। ঘটা করে জামাইষষ্ঠী পালন করার পর বৃহস্পতিবার তৃণা উড়ে যাবেন সিঙ্গাপুর।