মুখে যা আসে বলে দিই, আমি খুব একটা সুবিধের লোক নই: রূপঙ্কর বাগচি

নিউজশর্ট ডেস্কঃ Rupankar Bagchi Opens Up About Himself: বাংলা ইন্ডাস্ট্রিতে যতজন প্রতিভাবান গায়ক(Singer) রয়েছেন তাদের মধ্যে থেকে অন্যতম জনপ্রিয় হলেন রূপঙ্কর বাগচি(Rupankar Bagchi)। শ্রোতাদের একটার পর একটা দুর্দান্ত গান তিনি উপহার দিয়ে এসেছেন। তার গানের ভক্ত ৮ থেকে ৮০ সকলেই। এখনো যে কোন অনুষ্ঠানে রূপঙ্করের গান শোনা যায়। তবে ‘কেকে’ বিতর্কের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছেন রুপঙ্কর।

সেই সময়ের পর থেকে বহু সহকর্মী তার সঙ্গে গান গাইতে চান না। একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন রূপঙ্কর। সেখানে কেকে বিতর্কের পরবর্তী সময়ে তার জীবনের কি অবস্থা হয়েছিল সে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন গায়ক। তবে এবার সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে রবীন্দ্রসদনে রূপঙ্করের একক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আর তাই জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বসেছেন তিনি।

এদিন সাক্ষাৎকার দিতে গিয়ে রূপঙ্কর স্পষ্ট করে বলেছেন, ‘আমি খুব একটা সুবিধের লোক নই। সাধারণ স্বাভাবিক লোক আমি নই। সেই জন্য আমার সঙ্গে যারা থালেন তাঁদের তো আরও বেশি অসুবিধা হবে। হঠাৎ করে রেগে যাই, যদিও সেই রাগ তাড়াতাড়ি চলে যায়। আর যদি রেগে যাই যেটা আমার মনে আসে সেটা আমি চেপে রাখতে পারি না’।

এর পাশাপাশি তিনি আরো বলেন যে তিনি বরাবরই সরাসরি কথা বলতে পছন্দ করেন। তাই তার মনে কোন কথা এলে সেটা সঙ্গে সঙ্গেই বলে দেন তিনি। যদিও গালিগালাজ হলে ব্যাপারটা অন্যরকম। অপরদিকে যদি সিনিয়র মানুষ থাকেন তাহলে তিনি চুপ করে থাকেন। নাহলে তার মুখে যা আসে তিনি সেটা বলে দেন। এই পেশায় থাকলে এই বিষয়টা ভীষণ দুষ্কর হয়ে ওঠে। তিনি বলেছেন যে এই পেশাটা এতখানি ফেক যে আপনি যেখানে যা সেটা কখনোই আপনি দেখাতে পারবেন না।

Avatar

Papiya Paul

X