বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন, রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। দীর্ঘ কেরিয়ারে একাধিক আইকনিক ছবিতে অভিনয় করেছেন এই সুপারস্টার। কেরিয়ারে একটা সময় দীর্ঘদিন অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে ফিরেছেন তরুণ মজুমদারের অনুরোধে। তারপর থেকেই রঞ্জিত মল্লিকের নজর থাকে ছবির গল্পের উপর।
রঞ্জিত মল্লিকের কথায়, চিত্রনাট্যে দম না থাকলে সেই ছবিতে তিনি অভিনয় করেননা। বেছে বেছে হাতে গোনা কয়েকটি ছবিই করেন তিনি। পয়লা বৈশাখে রিলিজ করতে চলেছে অভিনেতার আগামী ছবি ‘লাভ ম্যারেজ’। আর সেই ছবি মুক্তির আগেই এক নামি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় (Interview) বসেছিলেন তিনি।
‘শত্রু’ অভিনেতা এইদিন স্বীকার করেন যে, একটি ছবি হিট করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার চিত্রনাট্য এবং সেই সঙ্গেই একজন যোগ্য পরিচালক। রঞ্জিত মল্লিক জানান, এই দুটি জিনিস না থাকলে সেই ছবিতে রঞ্জিত মল্লিল থাকুক, বা মিঠুন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় কিচ্ছু যাবে আসবে না।
কথাপ্রসঙ্গে এইদিন অভিনেতার জীবনযাত্রার কথাও উঠে আসে। অভিনেতাকে প্রশ্ন করা হয়, কীভাবে আজীবন এমনটাই রয়ে গেলেন তিনি? রঞ্জিত মল্লিকের জবাব, ‘এই সুপারস্টার বললে, আমার খুব অস্বস্তি হয়। ওই যে বললাম, কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, সেটা দেখানো আমার কাজ। রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে ফারাক আছে। একটা কিছু দেখে মনে হয়, যে জিনিসটা খুঁজছি, সেখানেই আছে। কিন্তু হয়তো জিনিসটা সেখানে নেই! বহুদিনের অভিজ্ঞতা এগুলো মানুষকে শেখায়। এটুকু শিখেছি, সব সময় মাটি দিয়ে হেঁটে চলাই ভালো। বেশি ওড়া ভালো নয়। সব ধরনের মানুষের সঙ্গে মেশা, তাঁদের জীবন কেমন, তা অনুভব করা দরকার। মানুষকে ভালোবাসতে, তাঁদের পাশে দাঁড়াতে পছন্দ করি।’
এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয়। এর কারণ কি, বাণিজ্যিক ছবিকে কম গুরুত্ব দিয়ে অন্য ধারার ছবির দিকে ঝোঁকা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমি যেমন সমাজের উচ্চ শিক্ষিত মানুষদের কাছে কৃতজ্ঞ, তেমনই যারা চাষ করেন কিংবা মাছ ধরেন তাঁদের কাছেও কৃতজ্ঞ। কারণ তাঁরাই কিন্তু আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। এই দু’পক্ষের ভালোলাগা কখনওই এক হতে পারে না। সেই জন্য সমাজের উচ্চ শিক্ষিত মানুষদের জন্য যেমন সিনেমা তৈরি করা দরকার, তেমনই আবার এই দ্বিতীয় পক্ষের মানুষদের বিনোদনের কথা ভেবে তাঁদের জন্যেও ছবি তৈরি করা জরুরি’।
এর সাথেই তাকে জিজ্ঞেস করা হয়, রাজনীতির সাথে ইন্ডাস্ট্রির জড়িয়ে যাওয়াকে কীভাবে দেখেন তিনি। রঞ্জিত মল্লিক বলেন, ‘এক আমেরিকান প্রেসিডেন্টও ছবির নায়ক ছিলেন। নায়ক বলে রাজনীতি করা যাবে না এমন নয়। কিন্তু সমাজের উন্নতির জন্য যে রাজনীতি, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। যা কিছু গণ্ডগোল চোখে পড়ছে ইদানীং, সেগুলো মন থেকে একেবারেই সমর্থন করি না।’