খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। বাস্তব জীবনের মত এখানেও চলছে বিয়ের মরশুম। সম্প্রতি এই সিরিয়লের (Bengali Serial) নায়ক নায়িকা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলের বন্যা।
আসলে টিআরপি (TRP) বাড়ানোর জন্য হোক কী লাইমলাইটে থাকার জন্য, বাংলা সিরিয়াল মানেই নতুন নতুন এক্সপেরিমেন্ট। কখনও উড়ন্ত সিঁদুর তো কখনও আয়না দেখে নিজেই সিঁদুর পরে নেওয়া। এমনকি লিপস্টিক বিয়ে অবধী দেখে ফেলেছে দর্শকরা। আর এবার তো সবকিছুকে ছাপিয়ে গেল এই মেগার ট্র্যাক।
সম্প্রতি জি বাংলার এই নতুন ধারাবাহিকটি প্রথম থেকেই খানিকটা আলাদা। তাই বিয়েটাও যে আলাদা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিয়ের পর সবাই বৌদি, কনে বৌ, জা, নতুন বৌ, রাঙা বৌ, ইত্যাদি হয়ে থাকলেও এখানে ওসবের বালাই নেই। এখানে নায়িকা ঝিলমিল সোজা শাশুড়ি মায়ের জায়গায় চলে গিয়েছে।
আর নতুন শাশুড়ি মা-কে কেউ বরণ করতে আসছেনা দেখে সেই গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে ঝিলমিল। বরণের কুলো নিজের হাতে তুলে নিয়ে উলু দিতে দিতেই নিজেকে এবং পাশে থাকা বরমশাই আবিরকেও বরণ করে নিয়েছে ঝিলমিল।
আর এই নতুন ট্রেন্ড দেখে হেসে কুটোপাটি খাচ্ছে দর্শকরাও। কেউ কেউ এই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছে। নেটিজেনদের একাংশ তো গোটা টেলি জগতকেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। একজন লিখেছে, ‘উড়ন্ত সিঁদুর, নিজের সিঁথি তে নিজেই সিঁদুর দান সেই সব এখন অতীত। এখন ট্রেন্ড নিজেকেই নিজে বরণ’।