বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light

Moumita

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু সিনেপ্রেমীদের মন জয় করেছে বলিউডের এই ৫ ছবি

বলিউড মানেই চলচ্চিত্রের ছড়াছড়ি। এরমধ্যে বেশ কিছু ছবি এমনও থাকে যা দেখে রীতিমত হতাশ হয়ে পড়ে সিনেমাপ্রেমীরা অপরদিকে এমনও ছবি রয়েছে যা গভীরভাবে জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু ছবির কথা বলবো যার গল্প আসলেই ভাবিয়ে তুলেছে মানুষকে।

   

১) থাপ্পড়:- গল্পের নাম শুনে অনেকের হিংসাত্মক কোনো গল্প মনে হলেও আসলে এটি একটি নারীর আত্মসম্মানের গল্প। একজন ভারতীয় নারী যিনি একজন সফল গৃহবধু হতে চেয়েছিলো কিন্তু স্বামীর থেকে পাওয়া একটা থাপ্পড় বদলে দেয় তার জীবন। গল্পের প্রতিটা মোড়ে সমাজের প্রতি একটাই প্রশ্ন উঠে আসে, পরিস্থিতি যাই হোক, স্ত্রীর উপর হাত তোলার অধিকার কি কারো আছে?
বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light

২) পার্চড:- চার নারীর আলাদা জীবনযাপনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। পিতৃতান্ত্রিক সমাজের সাথে লড়াই করে জীবনে এগিয়ে যাচ্ছে তারা। রাধিকা আপ্তে, সায়ানি গুপ্তা এবং আদিল হুসেনের দূর্দান্ত অভিনয় বাস্তবসম্মত করে তুলেছে এই ছবির মূল বিষয়বস্তুকে।
বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light

৩) সিটিলাইট:- রাজকুমার রাও এবং পত্রলেখা অভিনীত এই ছবিটি যে কাউকে আবেগতাড়িত করে তোলার ক্ষমতা রাখে। একজন সাংসারিক মানুষ তার পরিবারের জন্য কী কী করতে পারে তাই দেখানো হয়েছে ছবিতে।
বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light

৪) লুটেরা:- এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং এবং সোনাক্ষি সিনহা। ছবিটি বক্স অফিসে সেভাবে ব্যাবসা করতে না পারলেও ছবির গল্প মুগ্ধ করেছে আপামর দর্শকদের।
বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light

৫) দ্যা লাঞ্চবক্স:- সজন ফার্নান্দেস একজন বিপত্নীক যিনি পেশায় একজন একাউন্টেন্ট অপরদিকে ইলা এক তরুণী স্ত্রী যে তার স্বামীর ভালোবাসা অর্জন করতে মরিয়া। ইলা স্বামীর জন্য সুস্বাদু খাবার রান্না করে অফিসে পাঠায়। কিন্তু তার স্বামীর জন্য পাঠানো লাঞ্চবক্স মুম্বাইয়ের “ডাব্বাওয়ালাদের” ভুলে চলে যায় সজনের কাছে। এই ডাব্বা অদলবদলের মধ্য দিয়েই শুরু হয় একটা মিষ্টি প্রেমকাহিনী। তবে গল্পের মোড় ঠিক কোন দিকে ঘুরছে তা জানতে অবশ্যই দেখতে হবে ‘লাঞ্চবক্স’‌।
বলিউড,বিনোদন,সেরা ছবি,থাপ্পড়,লাঞ্চ বক্স,লুটেরা,সিটিলাইট,Bollywood,Entertainment,Top movie,Lunch Box,Lootera,City light