Bollywood,Entertainment,Gossip,Ranveer Singh,Padmavat,Ramleela,Best Movie,বলিউড,বিনোদন,গসিপ,রনবীর সিং,বেস্ট ছবি,রামলীলা,পদ্মাবত

Moumita

‘পদ্মাবত থেকে বাজিরাও মাস্তানি’, রণবীর অভিনীত এই ৫ টি ছবি না দেখে থাকলে চরম মিস করবেন আপনি

বলিউডের অন্যতম দাপুটে তথা জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির হাত ধরে যখন বলিউডে প্রবেশ করেছিলেন তখন কে জানতো যে এই ছেলেই একদিন ইন্ডাস্ট্রি কাঁপাবে! যাইহোক বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। একাধিক ভালো ছবি বেরিয়ে এসেছে তার হাত ধরে। তার মধ্যেই এমন ৫ টি ছবির কথা বলবো যেগুলি রীতিমত বাকরুদ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

   

1. ব্যান্ড বাজা বারাত : রণবীর ২০১০ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি রোমান্টিক কমেডি ফিল্ম ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে, অভিনেতা বিট্টু শর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি পেশায় একজন ওয়েডিং প্ল্যানার। বক্স অফিসে দারুন হিট হয় ছবিটি এমনকি এই ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা ডেবিউ অভিনেতার পুরস্কারও পান তিনি।

Bollywood,Entertainment,Gossip,Ranveer Singh,Padmavat,Ramleela,Best Movie,বলিউড,বিনোদন,গসিপ,রনবীর সিং,বেস্ট ছবি,রামলীলা,পদ্মাবত

2. গোলিয়ন কি রাসলীলা রাম-লীলা : সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিটি রণবীরের প্রথম ১০০ কোটি বাজেটের ছবি। রোমান্টিক-অ্যাকশন এই ছবিতে তার সাথে অভিনব করেছেন দীপিকা পাড়ুকোন। বি টাউনের এই দম্পত্তির অনস্ক্রিন কেমিস্ট্রি আলাদাই ক্যারিশ্মা দেখিয়েছিলো বক্স অফিসে।

Bollywood,Entertainment,Gossip,Ranveer Singh,Padmavat,Ramleela,Best Movie,বলিউড,বিনোদন,গসিপ,রনবীর সিং,বেস্ট ছবি,রামলীলা,পদ্মাবত

3. বাজিরাও মাস্তানি : ‘রাম-লীলা’-এর সাফল্যের পর, ২০১৫ সালে দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ‘বাজিরাও মাস্তানি’-এ হাজির হন রণবীর সিং। এই ছবিতে রণবীর পেশওয়া বাজিরাও-এর ভূমিকায় এবং দীপিকা পাড়ুকোনকে মাস্তানির ভূমিকায় দেখা গিয়েছিল। যেখানে কাশীবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। জানিয়ে রাখি ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি আয় করেছে। এই ছবির জন্য রণবীর ‘আইফা এবং ফিল্মফেয়ার সেরা অভিনেতার জন্য পুরস্কারও পান।

Bollywood,Entertainment,Gossip,Ranveer Singh,Padmavat,Ramleela,Best Movie,বলিউড,বিনোদন,গসিপ,রনবীর সিং,বেস্ট ছবি,রামলীলা,পদ্মাবত

4. পদ্মাবত : এই ছবিতে রণবীরকে নিষ্ঠুর মুঘল সম্রাট আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবির সাফল্যের একটা বড়ো কৃতিত্ব যায় রণবীরকে। ছবিতে তার অভিনয়, স্টাইল ভক্তদের পাগল করার জন্য যথেষ্ট ছিলো। তবে ছবিটিতে দীপিকা ও শাহীদ কাপুরের অভিনয়ও ব্যাপক সমাদৃত হয়েছিলো দর্শকমহলে। জানিয়ে রাখি সমগ্র বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করেছিলো ছবিটি।

Bollywood,Entertainment,Gossip,Ranveer Singh,Padmavat,Ramleela,Best Movie,বলিউড,বিনোদন,গসিপ,রনবীর সিং,বেস্ট ছবি,রামলীলা,পদ্মাবত

5. সিম্বা : রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে রণবীরকে ইন্সপেক্টর সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবিতে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল সারা আলি খানকে। ভারতীয় বাজারে এই ছবির আয় ছিলো প্রায় ২৪০ কোটি টাকা।