Top 5 offbeat Destination for South India Travel

পুজোয় লম্বা ছুটির প্ল্যান? রইল দক্ষিণ ভারতের সেরা ৫টি অফবিট ডেস্টিনেশনের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ পুজোর ছুটিতে অনেকেই লম্বা ছুটিতে যেতে চান। কেউ পাহাড় পছন্দ করেন তো কেউ সমুদ্র। তবে অনেকেই এই সময় দক্ষিণ ভারত এর ট্যুর প্ল্যান করে থাকেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল দক্ষিণ ভারতের সেরা ৫টি টুরিস্ট ডেস্টিনেশনের হদিশ। যেখানে পর্যটকের সংখ্যা কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য্য আর দর্শনীয় স্থানের কোনো অভাব নেই।

ভাট্টাকানাল (Vattakanal)

দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার কাছে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম হল ভাট্টাকানাল। প্রতিবছর ইসরায়েল থেকে পর্যটকেরা ঘুরতে আসেন এই জায়গায়। এমনকি অনেকেই এখানে বাড়ি কিনে থাকতেও শুরু করেছে। পাহাড় আর ঝর্ণায় ঘেরা এই জায়গা আলাদাই অনুভূতি এনে দেয়। আপনি যদি এখানে যেতে চান তাহলে আপনাকে ট্রেনে প্রথমে কোদাই রোড নামতে হবে। এরপর সেখান থেকে বাস কিংবা প্রাইভেট গাড়িতে করে চলে আসতে পারবেন।

চিমমিনি ও পোনমুদি (Chimmini and Ponmudi)

পশ্চিমঘাট পর্বতমালার কোলেই আরও একটি অসাধারণ সুন্দর জায়গা এটি। যেখানে রয়েছে চিমমিনি বন্যপ্রাণী অভয়ারণ্য। শহর থেকে দূরে জঙ্গলের কাছে যদি একেবারে নিরিবিলি জায়গায় দু একটা দিন কাটাতে চান তাহলে এটা সেরা অপশন হতে পারে। এছাড়া পোনমুদিতেও অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে পাবেন। বিশেষ করে আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে এটাই আপনার কাছে স্বর্গ মনে হতে পারে। চিমমিনি পৌঁছানোর জন্য আপনাকে “Thrissur” স্টেশনের ট্রেন ধরতে হবে। তারপর সেখানে থেকেই গাড়িতে ৩৮ কিমি পারি দিলেই পৌঁছে যাবেন। এরপর যদি পোনমুদি যেতে চান তাহলে ত্রিভান্দ্রাম স্টেশনে যেতে হবে। সেখান থেকে গাড়িতে আপনার ক্যাম্প সাইট বা হোটেলে পৌঁছে যেতে পারবেন।

আথিরাপিল্লাই জলপ্রপাত (Athirapilly Falls)

আপনি যদি পাহাড় আর ঝর্ণার ফ্যান হয়ে থাকেন তাহলে কেরালার এই জায়গাটি আপনার দক্ষিণ ভারত ভ্রমণের তালিকায় থাকতেই হবে। এর জন্য আপনাকে প্রথমে চালাকুদি স্টেশনে পৌঁছাতে হবে এরপর বাসে বা প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন আথিরাপিল্লাই জলপ্রপাতের কাছে।

দেববাঘ বিচ (Devbagh Beach)

দিঘা-পুরীর সমুদ্র তো অনেক ঘুরলেন এবার দক্ষিণ ভারতের সমুদ্র দেখতে চান? তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে দেববাঘ সমুদ্রতট বা বিচে। এখানে সমুদ্রের তলায় সাঁতার কাটা থেকে কায়াক বা কলার ভেলা একবার চড়লে সারাজীবন মনে থেকে এযাবে। এখানে ট্রেনে করে পৌঁছাতে হলে প্রথমেই কুডাল স্টেশনে নেমে পড়তে হবে। সেখান থেকে বাস বা প্রাইভেট ভাড়া গাড়িতে ৪০ কিমি পথ গেলেই রয়েছে বিচ।

বাদামি গুহা (Badami Caves)

দক্ষিণ ভারতের ঘুরতে যাওয়র জায়গার মধ্যে অন্যতম একটি হল কর্ণাটকের বাদামি গুহা। ষষ্ঠ শতাব্দীতে তৈরী এই গুহা অতীতের স্থাপত্যের এক অনন্য নিদর্শন। যেখানে পুরোনো দিনের মন্দির থেকে ফোর্ট রয়েছে। এখানে পৌঁছাতে হলে আপনাকে বেঙ্গালুরু লাইনের হুবলি স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাস কিংবা প্রাইভেট গাড়ি ভাড়া করতে হবে। স্টেশন থেকে বাদামি গুহার দূরত্ব প্রায় ১০৪ কিমির কাছাকাছি তাই যেতে খানিকটা সময় লাগবে। তবে একবার গেলে যে সেটা পুরো পয়সা উসুল তা বলা যেতেই পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X