Top 7 Tourist Destinations to visit during Monsoon in West Bengal

বর্ষাকালে ঘোরার জন্য পশ্চিমবঙ্গের সেরা ৭ টি জায়গা, একবার গেলেই মন হবে চাঙ্গা

নিউজশর্ট ডেস্কঃ ব্যস্ত জীবনে অবসর সময় কাটাতে হোক বা শহুরে কাজের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ভ্রমণ একেবারে ম্যাজিকের মত কাজ করে। তাই ছুটি পেলেই ঘুরতে যাওয়ার জায়গায় জমে ভিড়। তবে অনেক সময় পারফেক্ট হলিডে ডেস্টিনেশন (Holiday Destinations) খুঁজতে গিয়ে বেশ চিন্তায় পরে যেতে হয়। চিন্তা নেই, এবার মুশকিল আসানে হাজির নিউজশর্ট। আজ আপনাদের জন্য রইল একটা বা দুটো নয় বর্ষায় ঘোরার মত পশ্চিমবঙ্গের ৭টি টুরিস্ট ডেস্টিনেশনের হদিশ।

ডুয়ার্স (Dooars) : আপনি যদি পাহাড়ের পাশাপাশি জঙ্গল আর প্রকৃতি প্রেমী হন তাহলে ডুয়ার্স একটা দুর্দান্ত ছুটি কাটানোর জায়গা হতে পারে। ডুয়ার্স যেতে চাইলে হাওড়া বা শিয়ালদাহ থেকে ধুপগুড়িগামী কোনো এক্সপ্রেস ট্রেনে চেপে পড়ুন। তারপর সেখান থেকে গাড়িতে ২৬ কিমি পথ গেলেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ডুয়ার্স আপনার জন্য অপেক্ষায় রত।

সুন্দরবন (Sundarban) : হাতে যদি থাকে দুদিনের ছুটি তাহলে কলকাতার কাছেই ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে। এমনিতেই বর্ষায় ইলিশমাছের সিজেন চলে। তাই এই সময় ইলিশ উৎসব স্পেশাল আয়োজন করা হয়ে থাকে। চাইলে বন্ধুদের সাথে একটা বৃষ্টিভেজা উইকেন্ডে সুন্দরবন ট্রিপ প্ল্যান করতেই পারেন।

Sundarban Tour

শান্তিনিকেতন (Shantiniketan) : কলকাতা থেকে মাত্র ১৬০ কিমি দূরত্বে অবস্থিত শান্তিনিকেতন। ট্রেনে বা গাড়িতে করে চাইলে খুব কম সময়েই হাজির হয়ে যেতে পারেন শান্ত প্রক্রিয়াতে ঘেরা এই জায়গায়। যেখানে শান্তিনিকেতন ভবন, ছাতিমতলা, কাছের উপাসনাগৃহ, তালধ্বজ থেকে তিনপাহাড়, আম্রকুঞ্জ এর মত একাধিক দেখার জায়গা আছে। এছাড়াও প্রতি শনিবার হাট বসে যেখানে বাউল গানের পাশাপাশি অনেক সৌখিন জিনিসপত্র বিক্রি হয়।

দীঘা (Digha) : ঘুরতে যাওয়ার কথা উঠলে বা ১ দিনের ছুটিতে কোথাও যাওয়ার হলে সবার প্রথমেই যে নাম মুখে আসে সেটা হল দীঘা। এমনিতে সারাবছরই দীঘার সমুদ্রসৈকত জমজমাট। তবে বর্ষায় উত্তাল সমুদ্র দেখতে চাইলে একবার বৃষ্টির দিনে দীঘা যাওয়া যেতেই পারে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিয়োগ উন্নয়নমূলক কাজ হচ্ছে যার জেরে নতুন বিচ এরিয়ায় দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ কলকাতা অতীত, দিঘার রাস্তায় ছুটবে এলাহী ডাবল ডেকার বাস! কোথায় পাবেন টিকিট?

দার্জিলিং (Darjeeling) : বাঙালির ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই যে জায়গা সবার আগে মুখে আসে সেটাই হল দার্জিলিং। তবে শীতের বরফ ঢাকা নয় বর্ষায় একবার দার্জিলিং ঘুরে দেখতে পারেন। বৃষ্টি ধোয়া সবুজে ঘেরা দার্জিলিং এই সময় যেন অপরূপ সুন্দরী হয়ে ওঠে।

Darjeeling in Monsson

মিরিক (Mirik) : উত্তরবঙ্গেরই আরেকটি দুর্দান্ত সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন মিরিক। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মিরিক হ্রদ যেন একটুকরো কাশ্মীরের মতই সুন্দর। এমনিতে প্রতিবছর গরম পড়তেই ভিড় জমে মিরিকে। তবে বর্ষাতেও অপরূপ সুন্দর হয়ে এখানে প্রকৃতি।

কালিম্পঙ (Kalimpong) : পাহাড়ে সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গের আরেকটি হিডেন জেম হল কালিম্পঙ। এখানে এলে যেমন পাহাড় দেখতে পাবেন তেমনি ফুলের বাগান, রাস্তার ধরে অর্কিগ গাছ থেকে শুরু করে ঔপনিবেশিক যুগের স্থাপত্য দেখার সুযোগ পাওয়া যায়। বর্ষাকালে অফসিজেন হওয়ায় খুব কম খরচেই থাকা খাওয়াও হয়ে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X