করোনা পরবর্তী সময়ে সবথেকে বেশি পরিবর্তন এসেছে বিনোদন জগতে। বেড়েছে OTT-র রমরমা। আর তাতেই বদলেছে মানুষের পছন্দ। আজকাল বলিউডের (Bollywood) তুলনায় দক্ষিণী ছবি (Tollywood) দেখতেই বেশি পছন্দ করছে মানুষ। তাই আজকের প্রতিবেদনে বলব ৯ টি এমন ছবির কথা, যা একবার হলেও অবশ্যই দেখা উচিত।
১. বিক্রম বেধা : আর মাধবন এবং বিজয় সেতুপতির দূর্দান্ত মেলবন্ধন দেখতে চাইলে এই ছবিটি অবশ্যই দেখুন। থ্রীল, অ্যাকশন, ইমোশন সবকিছুই পাবেন ‘বিক্রম বেধা’কে।
২. ব্যাঙ্গালোর ডেজ : এটি মূলত মালায়লাম কমেডি ড্রামা। ভাইবোনদের সাথে পুরনো নস্টালজিয়ায় ভেসে যেতে অবশ্যই দেখা যেতে অবশ্যই দেখা উচিত ‘ব্যাঙ্গালোর ডেজ’।
৩. ৯৬ : নিখাদ ভালোবাসার গল্প দেখতে চান? আজই দেখে ফেলুন ‘৯৬’। বিজয় সেতুপতি অভিনীত আরো একটি কাল্ট ক্লাসিক মুভি এটি। পাশাপাশি নজর কাড়বে তৃষার অভিনয়ও।
৪. অসুরন : ধনুশ অভিনীত এই ছবিটিও একটি কাল্ট ক্লাসিক। অভিনয়-গল্প-প্লট সবকিছুই একেবারে পিকচার পারফেক্ট। তাই এটিও একটি মাস্ট ওয়াচ মুভি।
৫. দৃশ্যম : গত বছরের সবচেয়ে আলোচিত ছবি ছিল ‘দৃশ্যম’। যদিও সেটা ছিল হিন্দি ভার্সন। তবে মূল ছবিটি তৈরি হয়েছিল মালায়ালম ভাষায়। হাতে সময় থাকলে চটজলদি দেখে নিন ‘দৃশ্যম’।
৬. শিবাজী দ্য বস : দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সেরা এন্টারটেইনিং ছবি ছিল ‘শিবাজী দ্য বস’। সুপারস্টার রজনীকান্ত অভিনীত এই ছবির বক্স অফিস কালেকশন ছিল নজরকাড়া।
৭. বাহুবলী : এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’র কথা তো সকলেই জানেন। এই ছবির ঝুলিতে কত রেকর্ড যে রয়েছে তার ইয়ত্তা নেই।
৮. চন্দ্রমুখী : দক্ষিণের অন্যতম আইকনিক হরর কমেডি ড্রামা হল চন্দ্রমুখী। এটি এমন একটা সিনেমা যেটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেশিবার রিমেক করা হয়েছে।