দ্য টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া,The Telecom Regulatory Authority Of India,নতুন নিয়ম,জিও,ভোডাফোন,এয়ারটেল,Jio,Vodafone,Airtel,New Rules

Moumita

আর ২৮ দিন নয়, রিচার্জ প্ল্যানের মেয়াদ নিয়ে বিরাট বড় পদক্ষেপ নিল TRAI!

টেলিকম সার্ভিস প্রোভাইডাদের একচেটিয়া মনোভাব এবার শেষ। সম্প্রতি ৩০ দিনের ভ্যালিডিটি বিশিষ্ট ভাউচারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। কেন্দ্রীয় সংস্থা সাফ জানিয়ে দিয়েছে যে, রিলায়েন্স জিও, (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ও এয়ারটেল (Airtel)-এর মতো টেলিকম সংস্থাগুলিকে পুরো মাসের প্ল্যানই দিতে হবে।

   

বর্তমানে ভারতের যেকোনও সংস্থাই রিচার্জের সময় ২৮ দিনের বেশি বৈধতা দেয় না। ভাল ভাবে খুঁটিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, বছরে ১২টা মাস রয়েছে, এদিকে আপনাকে রিচার্জ করতে হচ্ছে ১৩ বার। আর এর পেছনে রয়েছে বিরাট ক্যালকুলেশন।

তবে এবার এই গা জোয়ারির দিন শেষ। সাধারণ মানুষের সুবিধার্থে এবার কড়া পদক্ষেপ নিলো দ্য টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (The Telecom Regulatory Authority Of India, Trai)। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে আর ২৮ নয় পুরো ৩০ দিনের রিচার্জই দিতে হবে।

দ্য টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া,The Telecom Regulatory Authority Of India,নতুন নিয়ম,জিও,ভোডাফোন,এয়ারটেল,Jio,Vodafone,Airtel,New Rules

সূত্রের খবর, এবার থেকে টেলিকম সংস্থাগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক। সম্প্রতি যে প্ল্যানগুলি ২৮ দিনের জন্য রয়েছে সেগুলিকে সব ৩০ দিনের করতে হবে এবং পাশাপাশি ৮৪ দিনের প্ল্যানগুলিকে করতে হবে ৯০ দিনের। সেক্ষেত্রে টেলিকম সংস্থাগুলিকে নতুন করে প্ল্যান তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।

আসলে ২০২১-এর ডিসেম্বর মাস থেকেই নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে দেশের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থা। শুধু রিচার্জই নয় কাটছাঁট হয়েছে ভ্যালিডিটিতেও। ফলে খুব স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছে গ্রাহকরা। আর তারপরেই নড়েচড়ে বসেছে টেলিকম রেগুলারিটি অফ ইন্ডিয়া বা TRAI।

দ্য টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া,The Telecom Regulatory Authority Of India,নতুন নিয়ম,জিও,ভোডাফোন,এয়ারটেল,Jio,Vodafone,Airtel,New Rules

তবে ট্রাই-এর নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের কতটা সুবিধা হবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ রিচার্জের মেয়াদ বাড়ানোর সাথে সাথে যদি দামও বৃদ্ধি করা হয় তাহলে ঘুরেফিরে ব্যাপারটা একই হয়ে যাবে। তাই আগের দামেই ৩০ দিনের রিচার্জ দেওয়া হবে কি না সেটা বিষয়টি কার্যকর হলে তবেই বোঝা যাবে।