বিজ্ঞান(Science) ও প্রযুক্তি(Technology) আজকের দিনে এতটাই উন্নত যে অসম্ভবকেও সম্ভব করে ফেলছে মানুষ। ভবিষ্যতেও কত অসম্ভব ঘটনা যে সম্ভব হয়ে উঠবে সেটাও বলা ভার। মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটার পর একটা নতুন আবিষ্কার করে চলেছে। সমস্ত বেড়াজাল ভেঙে এক নতুন জগত তৈরি করেছে বিজ্ঞান।
মনুষ্য সভ্যতাকে বিজ্ঞানের দেওয়া এরকমই একটি উপহার হল ট্রেন। সেই ট্রেন চলেছে জলের নীচে, জলের উপর দিয়ে কোনও এক ব্রিজে, মেঘ ফুঁড়েও ট্রেন ছুটেছে দার্জিলিংয়ে। কিন্তু এই ট্রেন যে একটা বহুতল বিল্ডিং ফুড়েও যেতে পারে এমন ধারণা করতে পেরেছিলেন কখনো?
অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। (China) ঠিক এমনই লাইন তৈরি করা হয়েছে এবং তার উপর দিয়ে ট্রেনও এমন ভাবে ছুটে চলেছে। ফলে ট্রেনটিকে (Train) একটা হাইরাইজ় ফুঁড়ে আর একটা হাইরাইজ়ের মধ্যে দিয়ে পরবর্তী স্টেশনে পৌঁছে যাচ্ছে। একেবারে ১৯ তলা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে চলছে ট্রেন।
সম্প্রতি Tansu YEĞEN নামের এক টুইটার ব্যবহারকারী একটা ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ১৯ তলা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে একটি ট্রেন। তবে এমনটা মোটেও নয় যে, এটা সদ্য শুরু হয়েছে। বহু বছর ধরেই চলছে এই ট্রেনটি। এবং এটার জন্য ঐ আবাসনের মানুষজনেরও কোনো সমস্যা হচ্ছেনা।
পোস্ট কর্তা এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “চিনের চোঙ্কিং (Chongqing) প্রদেশে স্টেশন লিজ়িবায় এই ভাবেই বিল্ডিংয়ের ভিতর দিয়ে ট্রেন চলে যায়। এটিও অন্যান্য ট্রেনের মতোই বিভিন্ন স্টপেজে দাঁড়ায়। স্টেশনের ডিজ়াইনটি শহরের ঘনত্বের কথা মাথায় রেখেই ডিজ়াইন করা হয়েছে।”
Station Liziba in the Chinese province of Chongqing
When the train passes through the building, it comes to a stop just like any other subway station.The design of the station is in response to the challenges of urban density. pic.twitter.com/fINRTTCzof
— Tansu YEĞEN (@TansuYegen) March 15, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, চিনের পূর্বাঞ্চলের পাহাড়ি শহর চোঙ্কিংয়ের ভিডিয়োটি এটি। প্রায় কয়েক কোটি মানুষের বসবাস এখানে। তবে এই শহরে মানুষের ভিড়ে জায়গার এতটাই অভাব যে, রেলওয়ে ট্র্যাক তৈরি করার সামনে আসে এই বিল্ডিং। চিনের ইঞ্জিনিয়াররা তখন এই বিল্ডিংটি ভেঙে ফেলতে চাননি। এবং সেখানকার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার পর ওই বিল্ডিংয়ের ভিতর দিয়েই রেলওয়ে ট্র্যাক তৈরি করেন।