Trina Saha

বিয়ের দু’বছর যেতে না যেতেই ডিভোর্স! নীলের সাথে সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তৃণা

টলিপাড়ার মোস্ট পারফেক্ট জুটির কথা বললে যে নাম দুটো সবার আগে মাথায় আসে তা হল, তৃণা এবং নীল। তবে এবার শোনা যাচ্ছে, এবার নাকি ভাঙন ধরেছে এই জুটির মধ্যে। খুব শীঘ্রই নাকি আলাদা হতে চলেছে তারা। সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী তৃণা সাহা।

প্রসঙ্গত, এই জল্পনার শুরুটা হয় তৃণার জন্মদিনের দিন থেকে। এই বিশেষ দিনটিতে প্রচুর মানুষ তৃণাকে উইশ করলেও একবারের জন্যেও দেখা যায়নি নীলকে। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে ‘তাহলে কি ভাঙার পথে আরও একটা সম্পর্ক’? যদিও বিষয়টাকে নিছকই জল্পনা বলে উড়িয়ে দিয়েছে নীল।

এই প্রসঙ্গে নীল জানিয়েছিলেন, ‘সোশ্যালেও আমি ওর জন্মদিনে ছবি পোস্ট করেছি, তবে সেটা আগের ছবি, তাই হয়ত কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো পাবলিক করা যায় না। আর তৃণার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ও একটু ডায়েট বেশিই করে তো, তাই লো প্রেশার হয়ে গিয়েছিল।’

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,তৃণা সাহা,নীল,সম্পর্ক,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Gossip,Controversy,Trina Saha,Neel,Relationship,Social Media

আর এবার তৃণার গলাতেও একই সুর। নায়িকা জানালেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। ফেসবুক-ইনস্টাতে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই আমি আর নীল ভালো আছি।’

জানিয়ে রাখি, সাল ২০২১-এ বেশ জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেন টেলিভিশনের এই দুই তারকা। যদিও পর্দায় তাদের জুটি বাঁধতে দেখা যায়নি তবে, ব্যক্তি জীবনে এই জুটিকে বেশ পছন্দ করেন অনুরাগীরা। পাশাপাশি দুই পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো।

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,তৃণা সাহা,নীল,সম্পর্ক,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Gossip,Controversy,Trina Saha,Neel,Relationship,Social Media

বিয়ের পর বেশ ঘনঘন রিলস, ফটো শেয়ার করতেন তারা। আর বিগত দুই মাস ধরে দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ ইন অ্যাক্টিভ। সেই কারণেই এই সন্দেহটা বাসা বাঁধে মানুষের মনে। তবে নীল এবং তৃণা দুজনেই জানিয়ে দিয়েছেন যে, তারা বেশ ভালোই আছেন।

Avatar

Moumita

X