নিউজ শর্ট ডেস্ক: একই বস্তা পচা কনসেপ্ট আর নয়। তাই দর্শকদের মনোরঞ্জন করতে এখনকার বেশিরভাগ বাংলা সিরিয়ালেই (Bengali Serial) আনা হচ্ছে নিত্য নতুন বিষয়বস্তু। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এমনই একটি ভিন্ন স্বাদের বাংলা সিরিয়াল হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Ajkal)। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশি দিন হয়নি। চলতি বছরের আগস্ট মাসের একেবারে শেষের দিকেই শুরু হয়েছিল যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের এই নতুন সিরিয়ালটি।
‘নিউ এজ’ জেনারেশনের নায়ক নায়িকা ওম-শ্রাবণের কন্ট্রাক্ট ম্যারেজের গল্প নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ প্রায় এক দশক পর ছোট পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। আর তাঁর বিপরীতে শ্রাবণের (Shraban) ভূমিকায় দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকারকে (Moumita Sarkar)।
যদিও সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই নায়িকার অভিনয় নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের একাংশ নানা ধরনের মন্তব্য করতে থাকেন মৌমিতার অভিনয় নিয়ে।এমনকি অনেকে বহুবার সিরিয়ালের প্রধান নায়িকার মুখ পরিবর্তন করারও দাবি তুলেছেন। আর দর্শকদের দাবি মেনে নির্মাতারাও অনেক সময় গল্পে আনেন হয় আমুল পরিবর্তন। তাই কখনও নেগেটিভ চরিত্রকে পজিটিভ কিংবা পজিটিভ চরিত্রকে দেখানো হয় নেগেটিভ।
আবার কখনও মোড় ঘুরিয়ে দেওয়া হয় গল্পের। এসবই বাংলা সিরিয়ালের ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। ইতিপূর্বে দেখা গিয়েছে অনেক ধারাবাহিকেই কখনও পার্শ্ব চরিত্র কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মুখ বদলে দেওয়া হয়েছে। বদল হয়েছে প্রধান নায়কের মুখও। কিন্তু এবার জানা যাচ্ছে ‘লাভ বিয়ে আজকাল’ সিরিয়ালের প্রধান নায়িকা শ্রাবণের মুখ বদলে যেতে চলেছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, সোহাগ জলের পর নতুন সিরিয়ালে শ্বেতা, বিপরীতে এই হ্যান্ডসাম হিরো
জানা যাচ্ছে শ্রাবণ অভিনেত্রী মৌমিতা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি আপাতত কিছুদিনের জন্য বিরতি নিয়েছে। টেলিপাড়া সূত্রে খবর খুব তাড়াতাড়ি এই চরিত্রে মৌমিতার পরিবর্তে জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা আস্তে চলেছেন। ইতিমধ্যেই নাকি এই চরিত্রের জন্য তার লুক সেট হয়ে গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষ কিংবা অন্যান্য কলাকুশলীদের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তাই আগামী দিনে আদৌ শ্রাবণের মুখ বদলানো হবে নাকি গল্পে আসবে কোন নতুন মোড় তা এখনও পর্যন্ত অজানা।