প্রথম ঝটকাটা এসেছিল গত সপ্তাহে। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে (Anurager Chowa) পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছিল জগদ্ধাত্রী (Jagadhatri)। চলতি সপ্তাহেও দেখা গেল একই ছবি। এবারও আর প্রথম হওয়া হলনা তার। সাথে সাথে কমেছে নম্বরও। চলতি সপ্তাহে সূর্য দীপার ঝুলিতে এসেছে ৭.৭ পয়েন্ট। এদিকে জ্যাজ স্যানালের প্রাপ্ত নম্বর (৮.২)।
পরপর দুই সপ্তাহ সেরার মুকুট ছিনিয়ে নিল জি বাংলার (Zee Bangla) এই মেগা। সেরার মুকুট হারিয়ে নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তের (Dibyajoti Dutta) কি মন খারাপ? সম্প্রতি রাজ্যের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। উত্তরে তিনি যা বলেন তা সত্যিই মুগ্ধ করার মত।
দিব্যজ্যোতির কথায়, “আমাদের আগেও কেউ ছিল, পরেও কেউ থাকবে, পার্ট অব গেম যখন চুনিপান্না হতো, তখন তো ওই ধারাবাহিক স্লট লিডারও ছিল না। কিন্তু আমি নিজে জানতাম ওটা একটা ভাল সিরিয়াল। এক নম্বরে থাকল ভাল, দুই নম্বরে থাকলে ভাল না, সেটা আমি বিশ্বাস করি না।”
অভিনেতার সংযোজন, “আমাকে একদিন একজন বলছে, তুমি তো বাংলার এক নম্বর হিরো। আমি সঙ্গে সঙ্গে বলেছি, ‘কী করে হয়? একটা সিরিয়াল কখনও নির্ধারণ করে না হিরো অথবা হিরোইন এক নম্বর কিনা… এরকম হতে পারে পাঁচ নম্বর ধারাবাহিকের হিরোই শ্রেষ্ঠ।”
তবে কি দিব্যজ্যোতি প্রতিযোগীতা বিশ্বাস করেননা? উত্তরে অভিনেতা বলেন, “প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। আমাকে প্রত্যেকদিন নিজের থেকে ভাল করতে ব্যস, সেটা যদি করতে পারি, তবেই আমি খুশি।” তবে টিআরপি হয়ত কমেছে কিন্তু দর্শকদের ভালোবাসা এখনও আগের মতই আছে। তাই ভক্তদের ধারণা, খুব শীঘ্রই হারানো মুকুট ফিরে পাবেন এই মেগা।