কামব্যাক জগদ্ধাত্রীর, বেঙ্গল টপার কে? পরিণীতা না ফুলকি, কে সেরা! দেখুন TRP লিস্ট

TRP List

কামব্যাক জগদ্ধাত্রীর, বেঙ্গল টপার কে? পরিণীতা না ফুলকি, কে সেরা! দেখুন TRP লিস্ট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্রের একটুও জমিও (TRP List)। TRP যুদ্ধের ফলাফল বেরোলো আজ। বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে জয়ের শিরোপা কার মাথায় তাহলে। কে জিতল ফেমগেম? এই প্রশ্নের উত্তর পাবেন সাপ্তাহিক টিআরপি তালিকা থেকেই। বিগত দু মাসের বেশি সময় ধরে পরিণীতা বেঙ্গল টপার থাকলেও এখন আর নেই। এখন তবে পালা কার? ফুলকি ও জগদ্ধাত্রী মিলে এই টপার সিরিয়ালের হাল বেজায় করে দিয়েছে খারাপ। কে হল এই সপ্তাহের সেরা?

এ সপ্তাহের নতুন বেঙ্গল টপার কে?

প্রকাশ্যে এসেছে নতুন টিআরপি তালিকা। দেখা যাচ্ছে সবাইকে টেক্কা দিয়ে ফের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। এসপ্তাহে ৭ এর বেশি পয়েন্ট পেয়ে এগিয়েছে জ্যাস ও দুর্গার মিষ্টি অথচ থ্রিলিং কাহিনী। পরিণীতাকে হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার সেরার সিংহাসন জিতল অঙ্কিতার সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক সেরা পাঁচের তালিকা।

আরও পড়ুন: জি বাংলা ছেড়ে স্টার জলসায় সৌরভ, জানেন কত কোটি পারিশ্রমিক নিচ্ছেন মহারাজ?

এ সপ্তাহের সেরা ৫

  1. বেঙ্গল টপার জগদ্ধাত্রী।
  2. দ্বিতীয় স্থানে পরিণীতা।
  3. পারুলের পাশাপাশি ফুলকিও দ্বিতীয় হয়েছে।
  4. তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক।
  5. চতুর্থ স্থানে রাঙ্গামতি তীরন্দাজ।
  6. পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB।

এ সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের রেটিং পয়েন্ট

  1. জগদ্ধাত্রী – ৭.৫ পয়েন্ট
  2. পরিণীতা, ফুলকি – ৬.৯ পয়েন্ট
  3. পরশুরাম আজকের নায়ক – ৫.৯ পয়েন্ট
  4. রাঙ্গামতি তীরন্দাজ – ৫.৮ পয়েন্ট
  5. গীতা LLB – ৫.৬ পয়েন্ট
  6. গৃহপ্রবেশ – ৫.৪ পয়েন্টকথা – ৫.২ পয়েন্ট
  7. চিরসখা – ৫.০ পয়েন্ট
  8. কোন গোপনে মন ভেসেছে – ৪.৯ পয়েন্ট
  9. অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৪.৫ পয়েন্ট

পিছিয়ে নেই রিয়ালিটি শোও

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোগুলিও ভালোই TRP হাঁকিয়েছে। এসপ্তাহেও সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব। ৫ পয়েন্ট জুটেছে ‘দিদি’ রচনার কপালে। ওদিকে ডান্স বাংলা ডান্সও জবরদস্ত। জিতে নিয়েছে ৩.৮ টিআরপি।

সঙ্গে থাকুন ➥