দুবাই অতীত, এবার কলকাতায় তৈরী হয়েছে ‘টানেল অ্যাকোরিয়াম’! জলের দামে দেখুন ‘আন্ডারওয়াটার জু’

নিউজশর্ট ডেস্কঃ শীতকালে বহু মানুষ ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন। আর এই শীতের সিজনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। শীতে দু-একদিনের ছুটি পেলে যেমন বাইরে কোথাও ঘুরতে যাওয়া যায়। তেমনি কলকাতা(Kolkata) হোক বা তার আশেপাশের অঞ্চলে একদিনের ছুটিতেও ঘুরে আসা যায়।

ইতিমধ্যে রাজ্যে শীতের আগমন ঘটে গিয়েছে। দক্ষিণবঙ্গের বহু জেলাতেই রাত বাড়লে তাপমাত্রার পারদ নিচে নামছে। শীতকাল পড়লেই ভ্রমণ প্রিয় বাঙালিরা এদিক-ওদিক ঘুরতে চলে যান। এই শীতের সময় ইকোপার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি জায়গায় লোকের ভিড় বাড়তে থাকে। এই শীতের সিজনও এক রকমের উৎসবে মেতে ওঠে বাঙালিরা।

তবে এবার কলকাতাবাসীর জন্য একটি সুখবর আসতে চলেছে। কারণ কলকাতায় একটি আকর্ষণীয় জিনিস ঘটতে চলেছে। এতদিন পর্যন্ত এই আকর্ষণীয় জিনিস দেখার জন্য বিদেশে দুবাইতে পর্যন্ত যেতে হতো মানুষজনকে। তবে এখন কলকাতাতেই দেখা যাবে এই জিনিস। নিশ্চয়ই ভাবছেন যে কি বলছি! চলুন তাহলে এই বিষয়ে পুরোটা আলোচনা করা যাক। এবার পার্কসার্কাস ময়দানে তৈরি হচ্ছে টানেল অ্যাকোরিয়াম(Tunnel Aquarium)।

আরও পড়ুন: গৌরী দেবীর হাতের লঙ্কা মুরগী ভালোবাসতেন উত্তম কুমার, আপনি বানালেও এই রান্নার স্বাদ মুখে লেগে থাকবে

দুবাইয়ের আদলে কলকাতাতে এই জিনিসটি তৈরি করা হচ্ছে। পার্ক সার্কাস ময়দানের একটা বিরাট অংশ জুড়ে এটি তৈরি করা হবে। এখানে এই ট্যাংকের মধ্যে ভাসবে রঙিন মাছ। জানা গিয়েছে, আপাতত ২৭শে নভেম্বর পর্যন্ত এই একুরিয়ামটি দেখতে পাবেন সকলে। এখানে এলে বিশাল ট্যাংকের মধ্যে রঙিন মাছ ভাসতে দেখবেন। পার্কসার্কাসের উদ্দীপনী ক্লাবের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিষয়ে ক্লাবের সভাপতি গৌরব জানিয়েছেন দুবাই বা সিঙ্গাপুরে এই ধরনের অ্যাকোরিয়াম দেখে তার মনে হয়েছিল পার্ক সার্কাস ময়দানে এরকম কিছু করা যায় কিনা? আর তখনই তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কাজ শুরু করেন। এরপর তিনি জানতে পারেন কেরলের নীল ইন্টারটেইনমেন্ট নামক বেসরকারি সংস্থা এই ধরনের শো করে। আর এইটা করে বেশ প্রচুর টাকা ইনকাম হয়। টানা তিন মাস ধরে এই জিনিসটির প্রস্তুতি পর্বে চলেছিল। এক্ষেত্রে বিপুল টাকা খরচও হয়। তাই আপনি দেরি না করে ঘুরে আসতে পারেন কলকাতা শহরের এই একুরিয়াম থেকে।

Papiya Paul

X