ছোটো পর্দা,টেলিভিশন,টলিউড,বিনোদন,গসিপ,ত্রমিলা ভট্টাচার্য,ধারাবাহিক,সাক্ষাৎকার,Small Screen,Telivision,Tollywood,Entertainment,Gossip,Tramila Bhattacharya,Serial,Interview

Moumita

‘এমন সব অফার শুনেছি যে কাজ করার ইচ্ছেটাই চলে গেছে’, ইন্ডাস্ট্রি সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী ত্রমিলার

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। ডিডি বাংলায় সম্প্রচারিত ‘সীমারেখা’ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে দীর্ঘ অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় ধারাবাহিক তথা টিভি শো’তে কাজ করেছেন তিনি। ‘পটল কুমার’এর খলনায়িকা হোক, কী ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিক হোক সবেতেই নিজের দুর্ধর্ষ অভিনয় দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

   

প্রসঙ্গত, অভিনয়ের সাথে সাথে ত্রমিলা প্রশিক্ষণ নিয়েছেন ওড়িশি নাচেও। জানা যায়, ইন্ডাস্ট্রিতে আসার মোটেও কোনো পরিকল্পনা ছিলোনা তার। কিন্তু বাবার অকাল প্রয়াণে পরিবারে পরিবারের উপর নেমে আসে সংকট। এক লহমায় বদলে গেলো দুনিয়া। কাকা অর্জুন বললেন টলিউডের কথা। যেখানে কথা পেটের তাড়নার, সেখানে আর ভাবাভাবির কী। ঢুকে পড়লেন ইন্ডাস্ট্রিতে। অভিনয় গুন আর চেহারার ক্যারিশমায় থেমে থাকতে হয়নি তাকে‌। কিছুদিনের মধ্যেই ঝুলিতে একাধিক ধারাবাহিকের অফার।

জয় কালী কলকাতা ওয়ালী, ময়ূরপঙ্খী, মোমপালক, জিয়ন কাঠি-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ত্রমিলা ভট্টাচার্য। তবে এতো ধারাবাহিকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলো ‘একক দশক শতক’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘প্রতিক্ষা ভালোবাসা’ সহ একাধিক কিছু টিভি শো। যেগুলি ছোটপর্দায় সমস্ত রেকর্ড ভেঙ্গে নতুন মাইলস্টোন তৈরি করেছিলো।

যিশু সেনগুপ্তের সাথে কিছু কাজ করলেও বড়ো পর্দায় আর বিশেষ ডাক পড়েনি তার। এক সাক্ষাৎকারে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে বেশ অদ্ভুতই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, “এখনকার দিনে প্রোডাকশন থেকে ক্যামেরা মেয়েরা সামলাচ্ছে। কিন্তু তখনকার দিন আলাদা ছিল। বেশি পুরুষতান্ত্রিক ছিল। প্রচুর ভালো অফার পেয়েছি। কিন্তু এত সাংঘাতিক অফার শুনেছি যে ছবি করার ইচ্ছেটা চলে গিয়েছিল। অফারগুলি নেওয়ার মতো মানসিকতা ছিল না। এখনকার ছবির গল্প তখনকার থেকে অনেক ফারাক। তবে সিরিয়াল মেয়েদের জন্য নিরাপদ ছিল”।